
অরুণ কুমার

বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
অদ্ভুত হওয়ার জন্য আর বৈশিষ্ট্য রয়েছে এদের। পাখি নয়, শেয়ালমুখো এক প্রাণী। কানদুটো আবার খরগোশের মতো। পাখি না হয়েও উড়তে পারে। ডানা আছে কিন্তু পাখা নেই। ডানাদুটো দেখতে আবার ছাতার মতো! যতই আজব হোক বাদুড়ের ক্ষেত্রে এগুলোই আসল বাস্তবতা। বরং এর ব্যতিক্রম ঘটলেই হবে আজব ব্যাপর।
এই বাদড়ের আমার রকমফের আছে। লিচু গাছে কিছুটা বড় উড়ুক্কপ্রাণী রাতে আক্রমণ করে, তারাও যেমন বাদুড়। আবার অন্ধকার পুঁতিগন্ধময় ঘরের ফাঁকফোঁকরে যেসব চামচিকা আছে, সেগুলোও বাদুড়। ফ্যান্টসি সিনেমায় এক ধরনের বাদুড় দেখা যায়, বিশাল তাদের আকৃতি। ঝটিকা আক্রমণ করে এরা মানুষ তুলে নিয়ে যায়। এরা হলো ভ্যাম্পায়ার বাদুড়। বাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ থেকে এই ধরনের বাদুড় মানুষের কল্পনায় আসন গেঁড়ে বসে আছে। কিন্তু বাস্তবে এমন বাদুড় এখন কোথাও মিলবে না। তবে খুদে ছোট ছোট ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় আছে। এরা রাতে পশুদের ওপর চড়াও হয়ে রক্ত চুষে খায়।
আরেক রকমের বাদুড় আছে, বেশ আজব। কারণ এর গায়ের রং। কালো আর বাদামী বাদুড় দেখেই আমরা অভ্যস্ত কিন্তু এক ধরেনর বাদুড়ের অস্তিত্ব পাওয়া যায় এক দশক আগে, যারা সাদাকালো! নতুন প্রজাতির এই বাদুড়ের সন্ধান মেলে দক্ষিণ সুদানে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয়, ফ্লোরা অ্যান্ড ফানা ইন্টারন্যাশনাল এবং দক্ষিণ সুদানে জীববৈচিত্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ গবেষকদল এই বাদুড় আবিষ্কার করেন।
এই বাদুড় যখন আবিষ্কার করা হয়। তখন বিজ্ঞানীরা একটা ঝামেলায় পড়ে যান, কারণ জীববিজ্ঞানের প্রচলিত শ্রেণিবিন্যাসের কোনো ঘরেই একে ফেলা যাচ্ছিল না। তাই বিজ্ঞানীরা এই প্রাণীটার জন্য Niumbaha সম্পূর্ণ নতুন এক গ্রুপ খোলেন।
সূত্র : বিবিসি নেচার

বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড় শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।বাদুড়’ শব্দটা শুনলেই বেশ কয়েকটা শব্দ সাথে সাথে মনে আসে। কালো, অন্ধকার, রাত, অন্ধ। কালো আসে কারণ মিশেমিশে কালোর তার গায়ের রং। অন্ধকার আসে কারণ, অন্ধকারেই তাদের যত বাহাদূরি, সাথে গায়ের রংটাও কালো কিনা। রাত শব্দটা মনে আসে কারণ, জীবিত কোনো বাদুড়কে দিনের বেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়না । অন্ধকারে এরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
অদ্ভুত হওয়ার জন্য আর বৈশিষ্ট্য রয়েছে এদের। পাখি নয়, শেয়ালমুখো এক প্রাণী। কানদুটো আবার খরগোশের মতো। পাখি না হয়েও উড়তে পারে। ডানা আছে কিন্তু পাখা নেই। ডানাদুটো দেখতে আবার ছাতার মতো! যতই আজব হোক বাদুড়ের ক্ষেত্রে এগুলোই আসল বাস্তবতা। বরং এর ব্যতিক্রম ঘটলেই হবে আজব ব্যাপর।
এই বাদড়ের আমার রকমফের আছে। লিচু গাছে কিছুটা বড় উড়ুক্কপ্রাণী রাতে আক্রমণ করে, তারাও যেমন বাদুড়। আবার অন্ধকার পুঁতিগন্ধময় ঘরের ফাঁকফোঁকরে যেসব চামচিকা আছে, সেগুলোও বাদুড়। ফ্যান্টসি সিনেমায় এক ধরনের বাদুড় দেখা যায়, বিশাল তাদের আকৃতি। ঝটিকা আক্রমণ করে এরা মানুষ তুলে নিয়ে যায়। এরা হলো ভ্যাম্পায়ার বাদুড়। বাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ থেকে এই ধরনের বাদুড় মানুষের কল্পনায় আসন গেঁড়ে বসে আছে। কিন্তু বাস্তবে এমন বাদুড় এখন কোথাও মিলবে না। তবে খুদে ছোট ছোট ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় আছে। এরা রাতে পশুদের ওপর চড়াও হয়ে রক্ত চুষে খায়।
আরেক রকমের বাদুড় আছে, বেশ আজব। কারণ এর গায়ের রং। কালো আর বাদামী বাদুড় দেখেই আমরা অভ্যস্ত কিন্তু এক ধরেনর বাদুড়ের অস্তিত্ব পাওয়া যায় এক দশক আগে, যারা সাদাকালো! নতুন প্রজাতির এই বাদুড়ের সন্ধান মেলে দক্ষিণ সুদানে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাকনেল বিশ্ববিদ্যালয়, ফ্লোরা অ্যান্ড ফানা ইন্টারন্যাশনাল এবং দক্ষিণ সুদানে জীববৈচিত্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ গবেষকদল এই বাদুড় আবিষ্কার করেন।
এই বাদুড় যখন আবিষ্কার করা হয়। তখন বিজ্ঞানীরা একটা ঝামেলায় পড়ে যান, কারণ জীববিজ্ঞানের প্রচলিত শ্রেণিবিন্যাসের কোনো ঘরেই একে ফেলা যাচ্ছিল না। তাই বিজ্ঞানীরা এই প্রাণীটার জন্য Niumbaha সম্পূর্ণ নতুন এক গ্রুপ খোলেন।
সূত্র : বিবিসি নেচার

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চতুর্থ দিনের শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
৩ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে বিএনপির নেতা শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারা এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করতেন এবং ভুক্তভোগীদের বিদেশে পাচারের পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
৭ ঘণ্টা আগে
প্রবাসী কল্যাণ ব্যাংকে শিগগির শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে