ডেস্ক, রাজনীতি ডটকম
যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
বিশ্বখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েনও তাঁর ব্যতিক্রম ছিলেন না। বই পড়া ও বই সংগ্রহ করা তাঁর নেশা ছিল। তার অর্থ এই নয়, দুনিয়ার তাবৎ তিনি পড়ে ফেলেছিনে! আবার তিনি যেসব বই পড়েছিলেন, সেগুলোর সবই যে তাঁর ভালো লাগেনি, সেটা বলাই বাহুল্য।
এক দিন টোয়েনের এক বন্ধুর সঙ্গে দেখা হলো।
সেই বন্ধুটিও বইপ্রেমী। যেদিন যখন দেখা হলো, সদ্য একটা বই পড়ে শেষ করেছেন তিনি। সুতরাং বন্ধুর কাছে পাঁড়লেন সে কথা। বললেন, বইটা কিন্তু দারুণ।
তুমি পড়েছো নাকি?
হ্যাঁ সুচক জবাব দিলেন টোয়েন।
বন্ধু তখন আরও উত্তেজিত। জানতে চাইলেন, কেমন লেগেছে তোমার?
মার্ক টোয়েন একগাল হেসে জবাব দিলেন, এককথায় বলতে গেলে বইটি বন্ধ করলে আর খুলতে ইচ্ছে করে না।
বন্ধুটির চেহারাটা সেদিন নিশ্চয়ই শ্রাবণের মেঘের মতো অন্ধকার হয়েছিল!
যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
বিশ্বখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েনও তাঁর ব্যতিক্রম ছিলেন না। বই পড়া ও বই সংগ্রহ করা তাঁর নেশা ছিল। তার অর্থ এই নয়, দুনিয়ার তাবৎ তিনি পড়ে ফেলেছিনে! আবার তিনি যেসব বই পড়েছিলেন, সেগুলোর সবই যে তাঁর ভালো লাগেনি, সেটা বলাই বাহুল্য।
এক দিন টোয়েনের এক বন্ধুর সঙ্গে দেখা হলো।
সেই বন্ধুটিও বইপ্রেমী। যেদিন যখন দেখা হলো, সদ্য একটা বই পড়ে শেষ করেছেন তিনি। সুতরাং বন্ধুর কাছে পাঁড়লেন সে কথা। বললেন, বইটা কিন্তু দারুণ।
তুমি পড়েছো নাকি?
হ্যাঁ সুচক জবাব দিলেন টোয়েন।
বন্ধু তখন আরও উত্তেজিত। জানতে চাইলেন, কেমন লেগেছে তোমার?
মার্ক টোয়েন একগাল হেসে জবাব দিলেন, এককথায় বলতে গেলে বইটি বন্ধ করলে আর খুলতে ইচ্ছে করে না।
বন্ধুটির চেহারাটা সেদিন নিশ্চয়ই শ্রাবণের মেঘের মতো অন্ধকার হয়েছিল!
প্রেস সচিব বলেন, ইউএনজিএ-র ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে বৈশ্বিক মহলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের লালিত গণতা
১৭ ঘণ্টা আগেএর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এদিন অপর আসামি মো. শাহিন হোসেনকে (৩৮) প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ২৯ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠান আদালত।
১৮ ঘণ্টা আগে