
ডেস্ক, রাজনীতি ডটকম

যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
বিশ্বখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েনও তাঁর ব্যতিক্রম ছিলেন না। বই পড়া ও বই সংগ্রহ করা তাঁর নেশা ছিল। তার অর্থ এই নয়, দুনিয়ার তাবৎ তিনি পড়ে ফেলেছিনে! আবার তিনি যেসব বই পড়েছিলেন, সেগুলোর সবই যে তাঁর ভালো লাগেনি, সেটা বলাই বাহুল্য।
এক দিন টোয়েনের এক বন্ধুর সঙ্গে দেখা হলো।
সেই বন্ধুটিও বইপ্রেমী। যেদিন যখন দেখা হলো, সদ্য একটা বই পড়ে শেষ করেছেন তিনি। সুতরাং বন্ধুর কাছে পাঁড়লেন সে কথা। বললেন, বইটা কিন্তু দারুণ।
তুমি পড়েছো নাকি?
হ্যাঁ সুচক জবাব দিলেন টোয়েন।
বন্ধু তখন আরও উত্তেজিত। জানতে চাইলেন, কেমন লেগেছে তোমার?
মার্ক টোয়েন একগাল হেসে জবাব দিলেন, এককথায় বলতে গেলে বইটি বন্ধ করলে আর খুলতে ইচ্ছে করে না।
বন্ধুটির চেহারাটা সেদিন নিশ্চয়ই শ্রাবণের মেঘের মতো অন্ধকার হয়েছিল!

যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।কথায় আছে সুসাহিত্যিক মানে সুপাঠক, কিন্তু সব পাঠকই সুহিত্যিক নয়। অর্থাৎ যাঁরা লেখালেখি করেন, তাঁদের আগে পাঠক হওয়া জরুরি। তাই দেখা যায়, পৃথিবীর প্রায় সব লেখকই বইপ্রেমী ছিলেন। বই নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতাও আছে।
বিশ্বখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েনও তাঁর ব্যতিক্রম ছিলেন না। বই পড়া ও বই সংগ্রহ করা তাঁর নেশা ছিল। তার অর্থ এই নয়, দুনিয়ার তাবৎ তিনি পড়ে ফেলেছিনে! আবার তিনি যেসব বই পড়েছিলেন, সেগুলোর সবই যে তাঁর ভালো লাগেনি, সেটা বলাই বাহুল্য।
এক দিন টোয়েনের এক বন্ধুর সঙ্গে দেখা হলো।
সেই বন্ধুটিও বইপ্রেমী। যেদিন যখন দেখা হলো, সদ্য একটা বই পড়ে শেষ করেছেন তিনি। সুতরাং বন্ধুর কাছে পাঁড়লেন সে কথা। বললেন, বইটা কিন্তু দারুণ।
তুমি পড়েছো নাকি?
হ্যাঁ সুচক জবাব দিলেন টোয়েন।
বন্ধু তখন আরও উত্তেজিত। জানতে চাইলেন, কেমন লেগেছে তোমার?
মার্ক টোয়েন একগাল হেসে জবাব দিলেন, এককথায় বলতে গেলে বইটি বন্ধ করলে আর খুলতে ইচ্ছে করে না।
বন্ধুটির চেহারাটা সেদিন নিশ্চয়ই শ্রাবণের মেঘের মতো অন্ধকার হয়েছিল!

২০২৩ সালে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করে সৌদি আরব। এরপর থেকে বাংলাদেশ সরকার দেশটিতে আরও বেশি দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য সৌদি শ্রমবাজারে কর্মীদের পেশাগত দক্ষতা উন্নত করা।
৯ ঘণ্টা আগে
জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে।
৯ ঘণ্টা আগে
বছরের শুরুতে আসাম মন্ত্রিসভার নেওয়া কিছু সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, অভিবাসী (আসাম থেকে বহিষ্কার) নির্দেশ, ১৯৫০' - এর বিধি নিয়ম মেনে গত কয়েক মাসে প্রায় দুই হাজার মানুষকে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে 'পুশ ব্যাক' করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা সরকারকে ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, যার মধ্যে আর ২২ দিন বাকি আছে। এর মধ্যে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার ব্যর্থ হয়, তবে আমরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। ৩০ কার্যদিবস পর আমরা সরকার পতনের একদফা আন্দোলন শুরু করব।
১১ ঘণ্টা আগে