বিজ্ঞান

আর্কিমিডিসের শেষ অঙ্ক!

অরুণ কুমার
মৃত্যুর আগ মুহূর্তে অঙ্ক কষছিলেন আর্কিমিডিস!

কিছু মানুষের জন্ম হয় পৃথিবীকে গড়ার জন্য। জ্ঞান-বিজ্ঞানের মশাল জ্বালিয়ে সভ্যাতাকে উন্নতির শিখরে পৌঁছে দেন তাঁরা। কিছু মানুষ আবার হাঁটেন উল্টো পথে। ঢাল-তলোয়ার, অস্ত্র-শস্ত্র নিয়ে মানুষ মারাতেই তাঁদের যত আনন্দ। এদের মতো উন্মাদদের হাতে কত অমূল্য প্রাণ ঝরে গেছে, ইতিহাস সে সবের কয়টার হিসাব রেখেছে। গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের জীবনপ্রদীপ নিভে গিয়েছির এক উন্মাদ যোদ্ধার মুর্খতার কারণেই।কিছু মানুষের জন্ম হয় পৃথিবীকে গড়ার জন্য। জ্ঞান-বিজ্ঞানের মশাল জ্বালিয়ে সভ্যাতাকে উন্নতির শিখরে পৌঁছে দেন তাঁরা। কিছু মানুষ আবার হাঁটেন উল্টো পথে। ঢাল-তলোয়ার, অস্ত্র-শস্ত্র নিয়ে মানুষ মারাতেই তাঁদের যত আনন্দ। এদের মতো উন্মাদদের হাতে কত অমূল্য প্রাণ ঝরে গেছে, ইতিহাস সে সবের কয়টার হিসাব রেখেছে। গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের জীবনপ্রদীপ নিভে গিয়েছির এক উন্মাদ যোদ্ধার মুর্খতার কারণেই।

আর্কিমিডিস পৃথিবীর প্রাচীন বিজ্ঞানীদের মধ্যে অন্যতম তিনি। বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের সূত্র তিনিই প্রথম আবিষ্কার করেন। তিনি যখন গণিতে ডুবে থাকেন, চারপাশের জগতের কোনো খোঁজ রাখেন না। ঠিক সে সময় রোমানরা আক্রমণ করেছে তাঁর দেশে। যুদ্ধে তাঁর দেশের সম্রাট হেরেও গেছেন। কিন্তু আর্কিমিডিসের সেদিকে খেয়াল নেই। তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত। এক মাথামোটা সৈনিক এসে আর্কিমিডিসকে আত্মসমর্পণ করতে বলেন। হাতে তাঁর ধারালো খোলা তরবারি। আর্কিমিডিসের বয়েই গেল তাকে কেয়ার করতে। বরং তিনি বিরক্ত হলেন। বললেন, ‘আহ, বিরক্ত কোরো না, দেখছ না ব্যস্ত আছি!’

মাথামোটা ভূতটা জ্যামিতি বা গণিতের কী বোঝে! আর্কিমিডিসকে সে চেনে না, জানে শুধু যুদ্ধ করতে। আর্কিমিডিসের কথায় তার আঁতে ঘা লাগে —‘কী! পরাজিত দেশের নাগরিকের এত বড় আস্পর্ধা, তাঁকে সরে যেতে বলে!’ মহাবিক্রমে সে তলোয়ারের এক কোপ বসিয়ে দেয় আর্কিমিডিসের ঘাড়ে। সঙ্গে সঙ্গে ধুলোয় লুটিয়ে পড়েন আর্কিমিডিস। পরে আর্কিমিডিসের কাটা মুণ্ডু দেখে বিজয়ী রোমান সম্রাট দুঃখ পেয়েছিলেন। অথচ তিনি যুদ্ধের আগে তাঁর সৈন্যদের বলে দিয়েছিলেন যেন আর্কিমিডিসকে হত্যা করা না হয়। তিনি গুণের কদর করতেন। যদিও আর্কিমিডিসের কারণে বারবার হেরেছেন তিনি। তাঁর তৈরি আয়না পুড়িয়ে মেরেছে রোমান সৈন্যদের, তাঁর অদ্ভুত যন্ত্র ডুবিয়ে দিয়েছে বহু জাহাজ। তবু আর্কিমিডিসের প্রতি ক্ষিপ্ত হননি সম্রাট। বরং গুণী মানুষটিকে একবার স্বচক্ষে দেখতে চেয়েছিলেন তিনি। আহাম্মক সৈন্যটির নির্বুদ্ধিতায় মহান মানুষটাকে দেখার সাধ মিটল না রোমান সম্রাটের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

২ ঘণ্টা আগে

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত প্রায় ৩০ লাখের বেশি বাং

৪ ঘণ্টা আগে

এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত রিপোর্ট দেওয়া হবে: তাজুল ইসলাম

তাজুল ইসলাম বলেন, ‘গতকালই বলে দিয়েছি। এ সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি, অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না।’

৪ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫ ঘণ্টা আগে