ডেস্ক, রাজনীতি ডটকম
ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস জিনস ১৯২০ সালে তত্ত্বটি প্রথম উত্থাপন করেন। মহাবিশ্বের উৎপত্তি ও অবস্থার প্রতিদ্বন্দ্বী বিগ ব্যাং তত্ত্বের বিরুদ্ধে লড়তে এই তত্ত্বের সম্প্রসারণ বা সংশোধনে উন্নয়ন ঘটান ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল এবং তাঁর সহকর্মীরা।
স্থির-স্থিতি তত্ত্ব অনুসারে— সম্প্রসারণেরত এই মহাবিশ্বে প্রতিনিয়ত নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে।
নতুন নক্ষত্র, নতুন গ্যালাক্সি গড়ছে তালে তালে। এই সম্প্রসারণে পুরানো মহাকর্ষীয় বস্তুগুলো পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। স্থির-দশার এই মহাবিশ্বের রয়েছে নির্দিষ্ট ধ্রুব গড় ঘনত্ব।
যেখানে সময়ের শুরু বা শেষ বলতে কিছু নেই। যদিও এই তত্ত্বের এখন আর কোনও দাম নেই।
ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস জিনস ১৯২০ সালে তত্ত্বটি প্রথম উত্থাপন করেন। মহাবিশ্বের উৎপত্তি ও অবস্থার প্রতিদ্বন্দ্বী বিগ ব্যাং তত্ত্বের বিরুদ্ধে লড়তে এই তত্ত্বের সম্প্রসারণ বা সংশোধনে উন্নয়ন ঘটান ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল এবং তাঁর সহকর্মীরা।
স্থির-স্থিতি তত্ত্ব অনুসারে— সম্প্রসারণেরত এই মহাবিশ্বে প্রতিনিয়ত নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে।
নতুন নক্ষত্র, নতুন গ্যালাক্সি গড়ছে তালে তালে। এই সম্প্রসারণে পুরানো মহাকর্ষীয় বস্তুগুলো পর্যবেক্ষণের বাইরে চলে যাচ্ছে। স্থির-দশার এই মহাবিশ্বের রয়েছে নির্দিষ্ট ধ্রুব গড় ঘনত্ব।
যেখানে সময়ের শুরু বা শেষ বলতে কিছু নেই। যদিও এই তত্ত্বের এখন আর কোনও দাম নেই।
সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন। শৈলকূপা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
১৬ ঘণ্টা আগে