রাবিতে বঙ্গবন্ধু হলের নামফলক ভাঙচুর, ‘বিজয়-২৪ হল’ নামকরণ

রাজশাহী ব্যুরো
বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা হলের নতুন নাম দিয়েছেন ‘বিজয়-২৪ হল’।

এ ছাড়া নির্মাণাধীন শহিদ এ এইচ এম কামারুজ্জামান হলের নামফলকও ভেঙে দিয়েছেন তারা। এ হলের নতুন নাম দিয়েছেন ‘শহিদ আলী রায়হান হল’।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জমায়েত হন। পরে তারা বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দেন। পরে নির্মাণাধীন কামারুজ্জামান হলের নামফলক ভেঙে তারও নতুন নাম দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্মাণাধীন শেখ হাসিনা হলের নামফলকও তারা ভেঙে ফেলবেন। এই হলের নামও বদলে দেবেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার লাইভে এসে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে সারা দেশেই ছাত্র-জনতা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

বুধবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। পরে বাড়িতে আগুন দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

রাত ৯টার দিকে খুলনা শহরের শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের ‘শেখ বাড়ি’ও ভাঙচুর করে ছাত্র-জনতা। প্রাথমিক ভাঙচুরের পর সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে গিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ৫ আগস্টের পর এক দফা ভাঙচুর শেষে ম্যুরালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হামলাকে নৃশংস আখ্যা দিয়ে নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সিইসি ও চার কমিশনারের বাড়তি নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারনির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও এক

১৪ ঘণ্টা আগে

শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল

পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ’ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শি

১৪ ঘণ্টা আগে

পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন : প্রেস সচিব

প্রেস সচিব বলেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি। যেখানে যাই, সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল— বাংলার কসাইরা— আর কতজনকে মারতে পারবে? এ দেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি।

১৫ ঘণ্টা আগে