সাত বছরে সর্বনিম্ন ফল, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ; যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৩৩৪ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৮০৯ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ও জিপিএ–৫ পাওয়ার হার—দুটিই বেশি। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ এবং ছাত্রীদের ৬৮ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন মোট ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ৪৫৫ জন ছাত্র ও ৫ হাজার ৬৮২ জন ছাত্রী।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৬৩৮ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২৫ শতাংশ। সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। এছাড়া ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও তারা এগিয়ে রয়েছে।’

উল্লেখ্য, গত বছর (২০২৪) রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই : চাকসু ভিপি ইব্রাহিম

চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, ‘আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

২ ঘণ্টা আগে

'শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার'

শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন করেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।’

৩ ঘণ্টা আগে

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের চারপাশে বিএনপি–জামায়াতের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচনের দিন সকাল থেকেই বিনোদপুর, চারুকলা, মেহেরচণ্ডী, কাজলা ও রুয়েট বাইপাস মোড়

৩ ঘণ্টা আগে

জুলাই হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে এ আবেদন করা

৪ ঘণ্টা আগে