
ডেস্ক, রাজনীতি ডটকম

সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছেই না। এবার সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং আজ শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, দোয়ারা বাজারের বাগানবাড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন ও বিজিবির বরাতে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শুক্রবার রাতে শফিকুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়। এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে শফিকুল গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা শফিকুলকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল বলেন, নিহত শফিকুল সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মরদেহ হাসপাতালে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, 'আমরা এ ঘটনায় বিবৃতি ও পতাকা বৈঠক আহ্বান করে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।'
এদিকে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, শনিবার ভোরে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আসকর আলী (২৪) হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।
মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে।
স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান।
এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনা থামছেই না। এবার সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে এক রাতেই ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এবং আজ শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের মিনাপুর সীমান্তে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, দোয়ারা বাজারের বাগানবাড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন ও বিজিবির বরাতে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শুক্রবার রাতে শফিকুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যায়। এ সময় বিএসএফ টহল দলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে শফিকুল গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা শফিকুলকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল বলেন, নিহত শফিকুল সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মরদেহ হাসপাতালে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, 'আমরা এ ঘটনায় বিবৃতি ও পতাকা বৈঠক আহ্বান করে প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।'
এদিকে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, শনিবার ভোরে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আসকর আলী (২৪) হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।
মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে।
স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান।
এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের
৩ ঘণ্টা আগে
সম্মেলনে নূরুল কবীর বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানি, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার জন্য এক-দুই দিন আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে, তা এ দেশের মানুষ জানে এবং সরকারও জানে। ফৌজদারি অপরাধের এমন প্রকাশ্য ঘোষণার পরও সরকার তাদের গ্রেপ্তার করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়
৪ ঘণ্টা আগে
ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন নির্বাচন চাওয়া হচ্ছে যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দ
৫ ঘণ্টা আগে