এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ১৫% হচ্ছে, দুই ধাপে কার্যকর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৬
ছবি: সংগৃহীত

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তবে এই অর্থ দুই ধাপে প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে যাচ্ছেন। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে তাঁদের চূড়ান্ত অবস্থান জানাবেন।

অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে।

মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা যায়, এই বর্ধিত ভাতার প্রথম ধাপ হিসেবে চলতি অর্থবছর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

শর্তসমূহে উল্লেখ করা হয়— পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;

(খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)'; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।বিদ্যালয় ব্যবস্থাপনা সফটওয়্যার

(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না।

(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

(৫) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যত কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

(চ) প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি নভেম্বর মাস থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে টানা ১০ দিনের আন্দোলনের পর বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এই সুখবর পেলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শাহজালালে অগ্নিকাণ্ডের কারণ, যা বললেন বেবিচক চেয়ারম্যান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেক সং

২ ঘণ্টা আগে

পরিকল্পিতভাবে জোবায়েদকে হত্যা করেন বর্ষা ও মাহির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য জানা গেছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। তাদের দুজনকে মুখোমুখি পুলিশি জিজ্ঞাসাবাদে নতুন এ তথ্য জানা যায়।

২ ঘণ্টা আগে

অপতথ্য ও এআই’র অপব্যবহার রোধে সেল করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই-এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন।

৫ ঘণ্টা আগে

পাসপোর্ট সূচকে বিভ্রান্তি: বাংলাদেশের অবস্থান নিয়ে ভুল তথ্য

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা 'হেনলি অ্যান্ড পার্টনার্স'-এর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচক (অক্টোবর ২০২৫) নিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও নেতিবাচক ফ্রেমিং লক্ষ্য করা গেছে। অক্টোবরে প্রকাশিত এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

৬ ঘণ্টা আগে