পেশা ও সৃজনশীলতার ভারসাম্য উঠে এলো রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সেমিনারে

ডেস্ক, রাজনীতি ডটকম
রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তৃতা করছেন ব্যাংকার ও আলোকচিত্রী পিনু রহমান। ছবি: রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ‘ব্যালান্সিং প্যাশন অ্যান্ড প্রফেশন’ শীর্ষক সেমিনার। এতে পেশায় ব্যাংকার ও নেশায় আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত আলোকচিত্রী পিনু রহমান পেশাগত জীবনের সঙ্গে সৃজনশীলতার চর্চার ভারসাম্যের কথা তুলে ধরেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। কি-নোট স্পিকার ছিলেন সদ্য আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর নির্বাচিত রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পিনু রহমান।

সেমিনারে পিনু রহমান তার কর্মজীবনের পাশাপাশি তার শখের কাজ ফটোগ্রাফিতে কীভাবে সাফল্য অর্জন করেছেন, তা নিয়ে আলোচনা করেন। পেশাগত জীবনকে ব্যাহত না করে সৃষ্টিশীলতার চর্চার মাধ্যমে শিল্পীসত্তার স্বাধীন চিন্তামগ্ন মনের আবেগ প্রকাশের কৌশল তার যাপিত জীবনের অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন তিনি।

সেমিনার শেষে পিনু রহমানের হাতে সম্মাননা তুলে দেয় রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব। ছবি: রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব
সেমিনার শেষে পিনু রহমানের হাতে সম্মাননা তুলে দেয় রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব। ছবি: রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব

পাশাপাশি আলোকচিত্রের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক এবং একটি ছবি তথা সাবজেক্ট কীভাবে তৈরি করতে হয়, তার অন্তর্দৃষ্টি তৈরির উপাদান নিয়েও আলোচনা করেন পিনু রহমান। বলেন, জীবনকে যাপন নয়, উদ্‌যাপন করতে শিখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির; সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী; এবং ফটোগ্রাফি ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. নাফিজ মন্ডল। এ সময় রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ইলিয়াসসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে পিনু রহমান তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন। ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা তার কাছ থেকে আলোকচিত্র সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেন।

রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের মিডিয়া পার্টনার ছিল রাজনীতি ডটকম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬৭,২০৮ পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদনের সময় এক সপ্তাহ

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূ

১২ ঘণ্টা আগে

পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রশিক্ষণ ও অ্যারোস্পেস প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা।

১২ ঘণ্টা আগে

জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বলেন, 'জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে অংশ নিক। কমিশনের কাছে পরিষ্কারভাবে এই অবস্থান তুলে ধরেছি। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।'

১৫ ঘণ্টা আগে

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট প্রদান করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয় বলে এতে উল্লেখ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থীত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পী এই হত্যার নির্দেশদাতা।

১৬ ঘণ্টা আগে