সঠিক দায়িত্ব পালনেই শান্তি সম্ভব: হাঙ্গার প্রজেক্টের আলোচনায় বক্তারা

ডেস্ক, রাজনীতি ডটকম
ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। ছবি: সংগৃহীত

ব্যক্তি বা দলীয় স্বার্থ পরিহার করে দেশের কল্যাণ মাথায় রেখে যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করলেই বিশৃঙ্খলা এড়ানো সম্ভব। সংঘাত পরিহার করে রাষ্ট্রের সবার সম্মিলিত অংশগ্রহণ ও উদ্যোগে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করা যেতে পারে। গণমাধ্যমকর্মীরা এই উদ্যোগের বাইরে নয়, বরং তারাও গুরুত্বপূর্ণ অংশীদার।

গতও মঙ্গলবার (২২ জুলাই) ফেনী সদরের একটি হোটেলে 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যে আয়োজিত শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি- এমআইপিএস প্রকল্প এ সভার আয়োজন করে। এতে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের ফেনী জেলার শীর্ষ পর্যায়ের ২৪ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ'র কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময়'র সম্পাদক ও প্রকাশক এবং ফেনী রিপোর্টাস ফোরামের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।

আলোচনার শুরুতেই ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় ।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস'র কার্যক্রম সম্পর্কে সংস্থাটির লিঙ্গ ও যুব ক্ষমতায়ন বিশেষজ্ঞ শারমীন সুলতানা লাবন্য সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন ও নিষ্ক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করাই এমআইপিএস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য । বাংলাদেশের ২৭ টি জেলার ৭৪টি উপজেলা এমআইপিএস কার্যক্রমের অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিকবৃন্দও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীজন।

সাংবাদিকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন কোরা হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নিয়ে বলেন, সহিংসতার মূল কারণ রাজনৈতিক অসহিঞ্চুতা, নীতি-নৈতিকতার অভাব।

এ সময় রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি শফিউল্লাহ রিপন।

ভুল ও অপতথ্যে কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় এবং সাংবাদিকরা যেন সঠিক তথ্যটি তুলে আনতে পারে সেজন্য দি হাঙ্গার প্রজেক্ট’র কাছে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব করেন উপস্থিত কয়েকজন।

সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম।

জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের ভুইয়া বলেন, কোনো কোনো সাংবাদিকের অতি উৎসাহের কারণে সংঘাতের সৃষ্টি হয়। সুসাংবাদিকতার নীতি অনুসরণ করলে এর থেকে পরিত্রাণ সম্ভব।

সভায় তথ্য প্রবাহ বৃদ্ধি ও পারষ্পারিক যোগাযোগ সহজ করতে ফেনী জেলার সাংবাদিকদের নিয়ে একটি হোঅ্যাটঅ্যাপ গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনায় আরও অংশ নেন সংগ্রাম প্রতিনিধি এ কে এম আবদুর রহীম, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, পিস ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি) পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর এম এ হাসান, ফুলগাজী উপজেলা কো-অর্ডিনেটর কবির আহম্মদ নাছির, আমজাদ হোসাইন, দাগনভূঞা উপজেলা কো-অর্ডিনেটর কাজী ইফতেখারুল ইসলাম, আমজাদুর রহমান রুবেল।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম ও কমিউনেকেশ অ্যান্ড পাবলিকেশন অফিসার এ এস এম আতিকুর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভোটকেন্দ্র মেরামত, সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

ঋণখেলাপির তালিকায় নাম, চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঋণের একটা অংশ পরিশোধ করে হাইকোর্টে রিটটি করেছিলেন মি. মান্না। যাতে সিআইবি থেকে ওনাদের নাম প্রত্যাহার করা হয়। নাম প্রত্যাহার হলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

২০ ঘণ্টা আগে

সারা দেশে ২৭৮০ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, জমা ৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২১ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রায় ৯ লাখ নিবন্ধন

ওয়েবসাইটে দেখা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৮ লাখ ১ হাজার ৪৩৫ জন ও নারী ৯১ হাজার ৭১৮ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে ১ লাখ ৭০ হাজার ৪৯০ জন নিবন্ধন করেছেন।

১ দিন আগে