‘জননিরাপত্তা রক্ষা’য় আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ডিটেনশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: ফেসবুক থেকে

নরসিংদী থেকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ‘ডিটেনশন’ তথা আটক রাখার আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।

গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশনের আদেশ জারি করা হয়। উপসচিব আবেদা আফসারীর সই করা আদেশে বলা হয়েছে, আটকাদেশ জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। এ দিন সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানান, বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন ও সংযুক্ত কাগজপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হওয়া গেছে, আতাউর রহমান বিক্রমপুরীকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২(চ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য অন্তরীণ রাখা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক বিবেচিত হওয়ায়, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে আতাউর রহমান বিক্রমপুরীকে কর্তৃপক্ষের অনুমোদনে আটকাদেশ জারির তারিখ থেকে ৯০ দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হলো।

ডিটেনশন কী

ডিটেনশন শব্দের অর্থ আটকাদেশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের কথা বলা হয়েছে। কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার পর মুক্তি না দিয়ে এই আইনের ৩(২) ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অভিযুক্ত আসামিকে একটি নিদির্ষ্ট সময়ের জন্য বিনা বিচারে আটকাদেশের নির্দেশ দিতে পারেন।

যেসব ‘ক্ষতিকর কাজে’র জন্য ডিটেনশন প্রযোজ্য

বিশেষ ক্ষমতা আইনের ২ (চ) ধারায় আট ধরনের কাজকে ‘ক্ষতিকর কাজ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এগুলো হলো—

  • বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা;
  • দেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা;
  • দেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা;
  • বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণাবোধ বা উত্তেজনা তৈরি করা;
  • আইনের শাসন বা আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান বা উত্তেজিত করা;
  • জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্য সরবরাহে বাধা দেওয়া;
  • জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক তৈরি করা; এবং
  • রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করা।

ডিটেনশন প্রযোজ্য হবে কখন

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (১) ধারায় বলা হয়েছে, সরকার যদি সন্তুষ্ট হয় যে কোনো ব্যক্তিকে ‘ক্ষতিকর কাজ’ থেকে নিবৃত্ত করার জন্য আদেশ দেওয়া আবশ্যক, তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবে। এ ছাড়া ওই ব্যক্তিকে আদেশে উল্লেখ করা পদ্ধিতিতে এবং সময়ের আগে ও পরে বাংলাদেশ ত্যাগ করার আদেশ দিতে পারবে। তবে বাংলাদেশের কোনো নাগরিকের ক্ষেত্রে বহিষ্কারাদেশ দেওয়া যাবে না।

একই আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে কোনো ব্যক্তিকে এই আইনের ২(চ) ধারা অনুযায়ী শেষ ছয়টি ‘ক্ষতিকর কাজ’ থেকে নিবৃত্ত রাখার জন্য আটক রাখা প্রয়োজন, তাহলে তিনি তাকে আটক রাখার আদেশ দিতে পারবেন।

ডিটেনশন কত দিনের জন্য দেওয়া যায়

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন বা আটকাদেশের জন্য সুনির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। তবে আইনজীবীরা বলেন, প্রচলিত চর্চা অনুযায়ী সাধারণত কাউকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হতে পারে। পরে উপযুক্ত কর্তৃপক্ষ মনে করলে এ আদেশ আরও ৩০ দিনের জন্য বাড়াতে পারে। সব মিলিয়ে ১২০ দিন পর্যন্ত কাউকে ডিটেনশনে রাখা যেতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুন পর্যন্ত বাড়ল মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে।

১ ঘণ্টা আগে

তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫ কোটি (১৫০.৭৫ মিলিয়ন) মার্কিন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এ সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর।

২ ঘণ্টা আগে

রিট খারিজ, খেলাপি ঋণের দায়ে নির্বাচনে ‘অযোগ্য’ মান্না

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে মাহমুদুর রহমান মান্নার রিট করেছিলেন হাইকোর্টে। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সে রিট খারিজ করে দেন।

২ ঘণ্টা আগে

রামপুরায় ২৮ হত্যা: বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৪ ঘণ্টা আগে