কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ভিডিও থেকে

সরকার থেকে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে জানিয়েছেন, এরই মধ্যে তিনি জমা দিয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট। পাশাপাশি সম্পদের বিবরণীও জমা দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তার অধীন দুই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের তথ্য তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এর আগে সকালেই গণমাধ্যমগুলোতে খবর আসে, আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমসহ আসিফ মাহমুদ আজই পদত্যাগ করবেন সরকার থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর তাই সাংবাদিকদের মূল আগ্রহই ছিল এ ইস্যুতে।

একের পর প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। তবে কোন আসনে বা কোন দল থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

পদত্যাগের সিদ্ধান্ত তার জানানোর সুযোগ নেই বলেও জানান আসিফ। বলেন, এ সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুয়েকদিনের মধ্যেই হয়তো এ ঘোষণা আসবে।

সম্পদের বিবরণী দাখিল করবেন কি না— এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে আমি সম্পদের বিবরণী আজ (বুধবার) সকালে দাখিল করেছি। এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে, আমি সেটিও বাতিল (ক্যানসেল) করেছি।’

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক রয়েছে। আসিফ মাহমুদ এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাকি বৃহস্পতিবারের বৈঠকে তা জমা দেবেন— এ প্রশ্নও করেন সাংবাদিকরা।

জবাবে আসিফ বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আমাকে ডাকা হয়েছে। বাকিটা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে, সেখান থেকে আপনাদের জানানো হবে।’

সংবাদ সম্মেলন শেষে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের কাভার করেছেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, হয়তো অন্য কোনো জায়গায়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ত্রয়োদশের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

২ ঘণ্টা আগে

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয় : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সজিব ওয়াজেদ জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন, উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড তিনি।

২ ঘণ্টা আগে

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, জেলখানায় আগুন দেওয়ার পর সব কয়েদি পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া অনেক কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

২ ঘণ্টা আগে

ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ রাষ্ট্রপতির

পরে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

২ ঘণ্টা আগে