গণঅভ্যুত্থানের শহিদরা ন্যায়বিচার পেয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ৪২
রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রতিক্রিয়া জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পাশাপাশি রায়ের সাজা কার্যকর করতে আইনিভাবে যা যা করা সম্ভব, রাষ্ট্র সেগুলো করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে শহিদদের মামলায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে। সে ন্যায়বিচারের মানদণ্ড হলো মামলার দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি আদালতের সামনে নিজেকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, আদালত সার্বিক বিবেচনায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আসাদুজ্জামান আরও বলেন, এ রায়ের মাধ্যমে শহিদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি ও আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি একটি বার্তা।

রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।

শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এর আগে জুলাইয়ের এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামির বিরুদ্ধে একই অভিযোগ প্রমাণিত হলেও তিনি ‘রাজসাক্ষী’ হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করতে বলেছেন ট্রাইব্যুনাল। তাদের এসব সম্পদ বিক্রি করে জুলাই শহিদ ও জুলাইয়ে আহতসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।

শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাসিনা খালাস পেলে সবচেয়ে বেশি খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, বিচার স্বচ্ছ হয়েছে, ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম। এটাই স্বাভাবিক কথা, আমার তো প্রত্যাশা থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলছি। আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি, তা স

৩ ঘণ্টা আগে

রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আছে কমিশন। এরপরও ইসির যতই চেষ্টা থাকুক না কেন, যদি রাজনৈতিক কোনো দল অসহযোগিতার চেষ্টা করে তবে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।’

৩ ঘণ্টা আগে

পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

৩ ঘণ্টা আগে

ধানমন্ডি ৩২-এ বুলডোজার, নিয়ন্ত্রণে লাঠিপেটা

তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছুড়ছে বিক্ষোভকারীরা। এতে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা গেছে।

৪ ঘণ্টা আগে