‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন: ৫ কর্মকর্তা–কর্মচারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করায় পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানীসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

বাদিউল কবির জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। অন্য তিনজন হচ্ছেন— রোমান গাজী, আবু বেলাল ও কামাল হোসেন, তাদের দুজন অফিস সহায়ক। আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান।

গতকাল বুধবার ‘সচিবালয় ভাতা’র দাবি পূরণে চাপ সৃষ্টি করতে সরকারি কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া আটটার দিকে তিনি বাসায় ফেরেন। কর্মচারীরা গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন, যাওয়ার আগে অর্থ উপদেষ্টা আজ (বৃহস্পতিবার) বেলা তিনটার মধ্যে সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান।

তবে অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন কোনো আশ্বাস দেননি অর্থ উপদেষ্টা। তাদের মতে, সংযুক্ত পরিষদের নেতারা তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির জন্য চাপ দিচ্ছিলেন। উপদেষ্টা তাদের বুঝিয়ে বলছিলেন যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগবে, কিন্তু তারা তা মানছিলেন না। একপর্যায়ে পুলিশ এসে তাকে নিরাপদে বাসায় ফেরার সুযোগ করে দেয় এবং আলোচনাও ভেঙে যায়।

অর্থ বিভাগ সূত্র জানায়, সচিবালয়ের ভেতরে অন্তত ছয় হাজার কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের ভাতা দিতে হলে বছরে বাড়তি প্রায় ৩০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করতে হবে।

আজ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার সচিবালয়ের দপ্তরে যাননি। তবে সচিবালয়ের ভেতরে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনি অংশ নেন। তিনি আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়েও যাননি।

বেলা তিনটার মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাঝামাঝি ‘বাদামতলা’ এলাকায় কর্মচারীরা জড়ো হতে থাকেন। সেখানে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা–কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে কর্মচারীদের কর্মবিরতি পালনের ঘোষণা করা হয়। তাঁরা নানা স্লোগানও দিতে থাকেন। সমাবেশে বলা হয়, প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন তারা।

এই সমাবেশ থেকেই পাঁচজনকে আটক করা হয়। পরে ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের কার কী ধরনের দায় আছে সেটি যাচাই-বাছাই করে দেখা হবে। যারা আইন ভেঙেছেন, তাঁদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। এটা অব্যাহত থাকলে যতজন আইন ভাঙবেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজ যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপির যুগ্ম কমিশনার আরও বলেন, সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) মধ্যে সচিবালয় অন্যতম। গত কয়েক দিনে এখানে উচ্ছৃঙ্খল আচরণ দেখা গেছে। গতকাল রাতেও তাঁদের অনেক বোঝানো হয়েছে, কিন্তু তাঁরা প্রশাসনের কোনো কথা শোনেননি; বরং হুমকি দিয়েছেন।

পুলিশ জানায়, ডিএমপি প্রজ্ঞাপন দিয়ে সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও যমুনায় যেকোনো ধরনের মিছিল–সমাবেশ নিষিদ্ধ করেছে। গতকাল ও আজ কর্মচারীদের জানানো হয়েছে যে সচিবালয়ে বিশৃঙ্খলা করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো কিছু করা যাবে না। গতকাল তাঁরা আইন ভঙ্গ করে অর্থ উপদেষ্টাকে জিম্মি রেখে নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন সিইসি

১২ মিনিটের ভাষণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তির দোয়া করেন তিনি।

৩ ঘণ্টা আগে

নির্বাচনের প্রচারে ২০ দিন সময় পাবেন প্রার্থীরা

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

৪ ঘণ্টা আগে

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

এর আগে, গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে-এ বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়।

৫ ঘণ্টা আগে

আসিফ-মাহফুজের ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল-রিজওয়ানা-আদিলুর

তিন মন্ত্রণালয়ের মধ্যে আসিফ নজরুলকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। পদত্যাগের আগে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ। এদিকে সৈয়দা রিজওয়ানা হাসান নতুন করে পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্

৫ ঘণ্টা আগে