জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বোর্ড সদস্য ক্রিস্টোফার জে ফুসনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আরআইআরের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

মঙ্গলবার (২১ অক্টোবর) আইআরআইয়ের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানিয়েছে।

প্রতিনিধি দলের প্রধান ও আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনে একটি শক্তিশালী পর্যবেক্ষণ মিশন পরিচালনা করব। আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকলে নির্বাচনে সহিংসতার ঝুঁকি অনেকটা কমে যাবে।’

বৈঠকে আরআইআরের প্রতিনিধিরা আগের নির্বাচনি অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনি সংস্কার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল বর্তমান রাজনৈতিক আবহকে ইতিবাচক বলে উল্লেখ করে।

ফুসনার বলেন, ‘সব দলই এখন নির্বাচনের পক্ষে। আগের নির্বাচনের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো মনে হচ্ছে। পার্থক্যটা স্পষ্ট।’ তারা নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের মতো স্থানীয় পর্যবেক্ষক অন্তর্ভুক্ত করার ওপরও জোর দেন এবং ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি নিয়ে সতর্ক করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রতিনিধি দলের সঙ্গে একমত হন যে ভুয়া তথ্য গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ‘আজকের দিনে গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য। এটি পরিকল্পিত, অর্থায়িত ও মুহূর্তেই উত্তেজনা তৈরি করে। সত্য প্রকাশ পেতে পেতে মানুষ আগেই প্রতিক্রিয়া জানিয়ে ফেলে।’

ফুসনার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি জালিয়াতি ও জনমত প্রভাবিত করার ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আরআইআরের প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আরআইআরের প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হচ্ছে। এটি হবে অসংখ্য তরুণের জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা। দেশের অর্ধেক জনগোষ্ঠী ২৭ বছরের নিচে, তারা প্রথমবার ভোট দেবে। আমরা চাই তারা সন্তুষ্ট হোক। নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ।

জুলাই সনদকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল এরই মধ্যে এতে সই করেছে। বাকিরাও শিগগিরই যোগ দেবে বলে আশা করছি। এটি আমাদের নির্বাচনের আরও এক ধাপ কাছাকাছি নিয়ে এসেছে।

আইআরআই প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করে। এক প্রতিনিধি বলেন, আপনি রূপান্তরের এই সময়ে অসাধারণ কাজ করছেন। আরেকজন বলেন, আপনার নেতৃত্ব সত্যিই অনন্য ও প্রশংসনীয়।

আরআইআর প্রতিনিধি দলে আরও ছিলেন সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, আইআরআইয়ের গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়াবিষয়ক কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধি দলটি বর্তমানে নির্বাচন-পূর্ব পরিস্থিতি মূল্যায়নের জন্য বাংলাদেশ সফরে রয়েছে। দেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে আরআইআরের এই প্রতিনিধি দলের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার

আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১৫ ঘণ্টা আগে

চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আপাতত বাড়ছে না

আন্দোলনরত শিক্ষকদের দাবির মধ্যে চিকিৎসা ও উৎসব ভাতাও ছিল। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করা হলেও আপাতত বাড়ছে না চিকিৎসা ও উৎসব ভাতা। আগামী বাজেটে এটি বৃদ্ধির চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়।

১৬ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার

শিক্ষকদের এ অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। সেদিন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলাকালে পুলিশ শিক্ষকদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষক নিপীড়নের ঘটনায় তুমুল সমালোচনা চলে দেশজুড়ে। ১৩ অক্টোবর থেকে শুরু হয় শিক্ষকদের কর্মবিরতি।

১৬ ঘণ্টা আগে