
ডেস্ক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু পরবর্তী সহিংস ঘটনার বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ ও আগামীকাল দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের সম্পদ রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বন্ধুগণ, আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন। পুরো বাংলাদেশ শোকাহত। সবাই শরিফ হাদির হত্যাকারীদের বিচার চাইছে। আমরাও চাই, যারা তাকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাদের বিচারের নিশ্চয়তা দিতে হবে এবং এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
আসিফ আরও বলেন, সারাদেশে মানুষ ওসমান হাদির জন্য নেমেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করতে চাইছে। তারা গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। আমরা এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি।
নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনকে বিতর্কিত বা ব্যর্থ প্রমাণ করার জন্য বিভিন্ন স্থানে হামলা, ভ্যান্ডিলিজম ও সম্পদ ধ্বংসের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশের সম্পদ রক্ষা করা নাগরিকদের দায়িত্ব। কোনো সংবেদনশীল প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা সংবাদমাধ্যম যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
ভিডিওতে তিনি আরও সতর্ক করে বলেন, আগামীকাল এই ধরনের সকল প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন। প্রতিবাদ মিছিল বা ন্যায়বিচার মিছিলকে কেউ ভিন্ন দিকে পরিচালিত করতে পারবে না। মিছিল থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া উচিত নয়।
নিহত শরিফ ওসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসিফ বলেন, আমরা তাকে একজন বীর হিসেবে স্মরণে রাখতে চাই। তিনি যে সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন, ইনকিলাব মঞ্চের মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ার কথা বলতেন, সেই লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ বাংলাদেশে সন্ত্রাস বা ভাঙচুরের রাজনীতি করতে পারবে না, কেউ ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ হাসিল করতে পারবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হন, সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনের ছাত্র-জনতা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পাশাপাশি একাংশ বিক্ষুব্ধরা দেশের প্রধান দুটি সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে ছুটে যাওয়া বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে লাঞ্ছিত করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু পরবর্তী সহিংস ঘটনার বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ ও আগামীকাল দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের সম্পদ রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বন্ধুগণ, আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন। পুরো বাংলাদেশ শোকাহত। সবাই শরিফ হাদির হত্যাকারীদের বিচার চাইছে। আমরাও চাই, যারা তাকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাদের বিচারের নিশ্চয়তা দিতে হবে এবং এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
আসিফ আরও বলেন, সারাদেশে মানুষ ওসমান হাদির জন্য নেমেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিভাজন সৃষ্টি করতে চাইছে। তারা গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। আমরা এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি।
নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনকে বিতর্কিত বা ব্যর্থ প্রমাণ করার জন্য বিভিন্ন স্থানে হামলা, ভ্যান্ডিলিজম ও সম্পদ ধ্বংসের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশের সম্পদ রক্ষা করা নাগরিকদের দায়িত্ব। কোনো সংবেদনশীল প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা সংবাদমাধ্যম যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
ভিডিওতে তিনি আরও সতর্ক করে বলেন, আগামীকাল এই ধরনের সকল প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন। প্রতিবাদ মিছিল বা ন্যায়বিচার মিছিলকে কেউ ভিন্ন দিকে পরিচালিত করতে পারবে না। মিছিল থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়া উচিত নয়।
নিহত শরিফ ওসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসিফ বলেন, আমরা তাকে একজন বীর হিসেবে স্মরণে রাখতে চাই। তিনি যে সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন, ইনকিলাব মঞ্চের মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ার কথা বলতেন, সেই লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ বাংলাদেশে সন্ত্রাস বা ভাঙচুরের রাজনীতি করতে পারবে না, কেউ ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ হাসিল করতে পারবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হন, সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনের ছাত্র-জনতা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পাশাপাশি একাংশ বিক্ষুব্ধরা দেশের প্রধান দুটি সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে ছুটে যাওয়া বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে লাঞ্ছিত করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি শনিবার ঘোষণা করা হবে।
১ ঘণ্টা আগে
গ্রামবাসী জানিয়েছেন, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ শেষ করেন। এলাকার মানুষের কাছে তিনি কেবল নাম নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি ছিলেন।
১ ঘণ্টা আগে
সাংবাদিক সন্তানের সেই সাংবাদিক বাবার নির্ঘুম রাত রাত কেটেছে, উদ্বেগে ভরা দীর্ঘতম এক রাত। সন্তান যখন পত্রিকা অফিসে ডিউটিতে, তখন যে ভাঙচুর চালানো হয়ে সেখানে, লাগানো হয়েছে আগুন। টিভি-অনলাইন, ফেসবুক-ইউটিবে কেবল দেখছেন— দাউ দাউ করে জ্বলছে সন্তানের কর্মস্থল, ছেলে ভেতরে আটকা সহকর্মীদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো।
২ ঘণ্টা আগে