ছুটির দিনে সারা দেশে সড়কে ঝরল ১০ প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে যশোরে দুজন, ফরিদপুরে দুজন, ময়মনসিংহে দুজন, সুনামগঞ্জে দুজন, বাগেরহাটে একজন এবং লালমনিরহাটে একজন মারা গেছেন। এ ছাড়া গোপালগঞ্জে একজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

যশোর

জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ফরিদপুর

এই জেলার ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে ট্রাকের ধাক্কায় দুজন বাসযাত্রী নিহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে একই লেনে থাকা একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালগঞ্জ

জেলায় ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ

জেলার ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের এবাদুল হক, তার স্ত্রী ও এক নাতনীকে নিয়ে কর্মস্থল গাজীপুর থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই হরিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই প্রাণ হারান এবাদুল হক (৫০)।

এসময় আহত তার স্ত্রী-নাতনীসহ চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান স্ত্রী সাজেদা খাতুন (৪২)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সুনামগঞ্জ

জেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলসের বাসে রওনা দেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’

বাগেরহাট

এ জেলায় বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের যাচ্ছিলেন শামীম। পথে ঢাকা থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসচালক ও সহযোগীরা পালিয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতালেই রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে জানা গেছে। তবে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ সপ্তাহ না যেতেই কক্সবাজার ফের ‘অভ্যন্তরীণ’ বিমানবন্দর

নুর-ই-আলম বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকার যে ঘোষণা দিয়েছিল, সে ঘোষণা স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যেই জারি করবে সরকার।

১৪ ঘণ্টা আগে

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷ তবে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এর একাংশের প্রভাব দেশের স্থলভাগে পড়তে পারে।

১৫ ঘণ্টা আগে

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

১৭ ঘণ্টা আগে

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: প্রেস সচিব

ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এবারের নির্বাচনে দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন।

১৯ ঘণ্টা আগে