তারেক রহমানের দেশে ফেরার দিনে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি এ দিন তিনটি স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এ দিন নিয়মিত চলাচলকারী ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর তিনি দেশে ফিরবেন। বিএনপি জানিয়েছে, তারেক রহমানকে দেশে বরণ করে নিতে তারা প্রস্তুত। এ দিন তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকা আসবেন। এ কারণে দল থেকে বিশেষ ট্রেনের দাবি জানানো হয়েছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করেছে বিএনপি। এ অবস্থায় ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনেও অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

যে ১০ রুটে বিশেষ ট্রেন চলবে সেগুলো হলো— কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী ও যশোর-ঢাকা-যশোর।

ওই দিন (বৃহস্পতিবার) স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) ও রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী) ট্রেনের চলাচল স্থগিত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে যাত্রা স্থগিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুলনা ক্লাবের সভাপতি শারফুজ্জামান টপি

নির্বাচনে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা শেষে শারফুজ্জামান টপি সভাপতি, একজন সহ-সভাপতি এবং নয়জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

৫ ঘণ্টা আগে

এনসিপির ৬ নেতাসহ ২০ জনের নিরাপত্তায় গানম্যান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকার গানম্যান প্রদান করেছে। এ তালিকায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকও রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৫ ঘণ্টা আগে

২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এসবের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর।

৫ ঘণ্টা আগে

হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখন যদি... কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওইরকম নিউজটা থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বাট আমরা এক্সজ্যাক্ট লোকেশন যদি জানতে পারতাম, তাহলে তো...।’

৭ ঘণ্টা আগে