এবার একুশে বইমেলা শুরু মধ্য ডিসেম্বরে, চলবে একমাসই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

জাতীয় নির্বাচন ও রমজান মাস শুরুর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথা ভেঙে আগামী অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এর বদলে এবার বইমেলা শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, চলবে একমাসই।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ১৭ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মাসব্যাপী আয়োজন করা হবে এবারের বইমেলা।

প্রায় পাঁচ দশক ধরে বাংলা একাডেমিতে আয়োজিত হয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু করে মাসব্যাপী চলে এই মেলা। লেখক-পাঠক ও প্রকাশকদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই বইমেলা। সারা বছর যে পরিমাণ বই বিক্রি হয় দেশে, তার সিংহ ভাগই বিক্রি হয় ফেব্রুয়ারির বইমেলা ঘিরে।

সময়ের সঙ্গে সঙ্গে কলেবর বেড়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে বইমেলা স্থান করে নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। ফেব্রুয়ারির এক মাস ধরে সে জায়গাটি মেতে থাকে বইয়ের ঘ্রাণে।

বাংলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারি তো বটেই, জানুয়ারি মাসেও বইমেলা আয়োজনের অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবার রমজান শেষ হতে হতে মার্চের শেষভাগ চলে আসবে। তখন মেলা নিয়ে যেতে হবে এপ্রিলে, যখন আবার থাকবে গ্রীষ্মের তীব্র খরতাপ।

ওই কর্মকর্তা বলেন, এসব বিবেচনায় নিয়েই বইমেলা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশকরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

বইমেলার সময় পরিবর্তন অবশ্য এই প্রথম নয়। এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা আয়োজনের নজির রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আকাশে রজবের চাঁদ, শবে মেরাজ ১৬ জানুয়ারি

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

১২ ঘণ্টা আগে

হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডের শরিফ ওসমান হাদির উপর দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বি

১২ ঘণ্টা আগে

ঢাবিতে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম’ রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

১২ ঘণ্টা আগে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

১২ ঘণ্টা আগে