এবার একুশে বইমেলা শুরু মধ্য ডিসেম্বরে, চলবে একমাসই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

জাতীয় নির্বাচন ও রমজান মাস শুরুর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথা ভেঙে আগামী অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এর বদলে এবার বইমেলা শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, চলবে একমাসই।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ১৭ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মাসব্যাপী আয়োজন করা হবে এবারের বইমেলা।

প্রায় পাঁচ দশক ধরে বাংলা একাডেমিতে আয়োজিত হয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু করে মাসব্যাপী চলে এই মেলা। লেখক-পাঠক ও প্রকাশকদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই বইমেলা। সারা বছর যে পরিমাণ বই বিক্রি হয় দেশে, তার সিংহ ভাগই বিক্রি হয় ফেব্রুয়ারির বইমেলা ঘিরে।

সময়ের সঙ্গে সঙ্গে কলেবর বেড়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে বইমেলা স্থান করে নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। ফেব্রুয়ারির এক মাস ধরে সে জায়গাটি মেতে থাকে বইয়ের ঘ্রাণে।

বাংলা একাডেমির একজন কর্মকর্তা বলেন, জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারি তো বটেই, জানুয়ারি মাসেও বইমেলা আয়োজনের অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবার রমজান শেষ হতে হতে মার্চের শেষভাগ চলে আসবে। তখন মেলা নিয়ে যেতে হবে এপ্রিলে, যখন আবার থাকবে গ্রীষ্মের তীব্র খরতাপ।

ওই কর্মকর্তা বলেন, এসব বিবেচনায় নিয়েই বইমেলা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশকরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

বইমেলার সময় পরিবর্তন অবশ্য এই প্রথম নয়। এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা আয়োজনের নজির রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশ কোন দিকে যাবে, নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি

সিইসি বলেন, ‘বাংলাদেশ এখন খুব সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা কোন দিকে যাব, আমরা গণতন্ত্রের পথে কীভাবে হাঁটব, সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।’

১৯ ঘণ্টা আগে

ডেস্কে বসেই কাজ করতে হলে হার্টের যত্ন নেবেন যেভাবে

যদি আপনার কাজের জন্য দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে থাকতে হয়, তবে আপনার হার্টের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া জরুরি। কারণ দীর্ঘ সময় বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যেতে পারে, রক্তচাপ বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, কিছু স্বাস্থ্যকর অভ্যাস হৃদরোগ

২০ ঘণ্টা আগে

দেশ সংকটময় মুহূর্তে, নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ: সিইসি

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ লোক যুক্ত থাকবেন। এবার জেলে থাকা ব্যক্তিদের এবং প্রবাসীদেরও ভোটাধিকার রক্ষার জন্য বিশেষভাবে অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।’

২১ ঘণ্টা আগে

অক্টোবরে নির্যাতনের শিকার ২৩১ নারী ও কন্যাশিশু

চলতি বছরের অক্টোবরে সারাদেশে নির্যাতনের শিকার হয়েছে ২৩১ নারী ও কন্যাশিশু। এদের মধ্যে ১৩০ জন নারী ও ১০১ কন্যাশিশু। রোববার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন

১ দিন আগে