হাতকড়া-শিকল পরিয়ে ৩১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সামরিক বাহিনীর বিশেষ এক চার্টার্ড ফ্লাইটে ৩১ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে তাদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ছবি: সংগৃহীত

আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, তাদের হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে এ বছর যুক্তরাষ্ট্র থেকে মোট ২৫৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো, যাদের বেশির ভাগকেই ফেরত পাঠানোর সময় হাতকড়া ও শিকল পরানো হয়েছিল।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এই ৩১ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দেশে পৌঁছানোর পর তাদের পরিবহন ও জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।

ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের বেশির ভাগই নোয়াখালীর বাসিন্দা। সিলেট, ফেনী, শরিয়তপুর ও কুমিল্লারও কয়েকজন রয়েছেন। সবাইকে প্রায় ৬০ ঘণ্টা হাতে হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছিল। ঢাকায় বিমানবন্দরে অবতরণ করার পর তাদের শিকলমুক্ত করা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, এই ৩১ জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তারা সেখানে বসবাসের জন্য আবেদন করলে সে আবেদন খারিজ করে দিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক উল্লেখ করে ব্র্যাকের এই কর্মকর্তা বলেন, আমরা আগেও বলেছি, ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে, তাদের অধিকাংশ ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ জন্য একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করছেন, কিন্তু ফিরছেন শূন্য হাতে। এর পেছনে যারা আছে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।

এর আগে এ বছরের ২৮ নভেম্বর একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন, ৮ জুন আরেকটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জন এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

মূলত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর নীতিমালা গ্রহণ করায় তাদের ফেরত পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশের বৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের অভিবাসনও নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

৮১ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদন ইসির

এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে আরো ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।

৮ ঘণ্টা আগে

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন। সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি।

৮ ঘণ্টা আগে

বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা বোরকা পরে বাসায় ঢুকেছেন, কিন্তু কিছুক্ষণ পরই স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছেন। চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মীর অস্বাভাবিক এই আচরণ এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। ঘাতক কে খুঁজে বের করতে অভিযান চালাচ

৯ ঘণ্টা আগে