নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।গণভোট সংসদ নির্বাচনের আগে হবে, না পরে হবে—বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না- জানতে চাইলে মো. আনোয়ারুল বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি।

‘প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন, তারাও যেন ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে’, যোগ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১০ মাসে গ্রেপ্তার প্রায় ৩ হাজার : পুলিশ

একই দিনে ঢাকায় এত ঝটিকা মিছিলের চেষ্টা, আপনারা গণগ্রেপ্তারের দিকে এগোচ্ছেন কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আসলে গণগ্রেপ্তার বলা যাবে না। আমরা যে গ্রেপ্তারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে তাদের। আমরা গ্রেপ্তার করার পর যাচাই-বাছাই করে দেখছি। তাদের পূর্বাপর যে ইতিহ

১২ ঘণ্টা আগে

বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

গত বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে বাসের মধ্যে হেনস্তা করার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওড়না না পরার কারণে চলন্ত বাসে এক নারীকে বারবার কটূক্তি করছিলেন এক পুরুষ। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই নারীকে তিনি শারীরিক আক্রমণ করেন। ওই নারীও শেষে প্রতিরোধ গড়ে জুতাপেটা কর

১৩ ঘণ্টা আগে

ওমরাহ ভিসার মেয়াদ সীমিত করলো সৌদি আরব

তবে, দেশে প্রবেশের পর ওমরাহযাত্রীরা আগের মতোই সর্বাধিক তিন মাস অবস্থান করতে পারবেন। শীতকালীন সময়ে মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর আগমনকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

২০ ঘণ্টা আগে

দেশের ১৫৩ ইউনিয়ন ও ৭২ মৌজা পানি সংকটাপন্ন, মোকাবিলায় ১১ নির্দেশনা

পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যথাযথ অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও জরিপের ফলাফলের ভিত্তিতে এসব এলাকাকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার জন্য পালনীয় ১১টি নির্দেশনাও দেওয়া হয়েছে।

১ দিন আগে