‘এক চীন’ নীতিতে বাংলাদেশের সমর্থন, স্বাগত দূতাবাসের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ও চীনের পতাকা।

বাংলাদেশের সুষ্ঠু সাধারণ নির্বাচন প্রত্যাশা এবং নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে চীন সরকারের সাম্প্রতিক বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ‘এক চীন নীতিতেও সমর্থন দেওয়ার কথা বাংলাদেশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থানের কথা তুলে ধরেছে। ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বাংলাদেশের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে।

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিবৃতি জারি করে বলেছে যে বাংলাদেশ ও চীনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয়, যা অন্তর্বর্তী সরকারের অধীনে আরও উচ্চতায় গিয়েছে। বাংলাদেশও এক চীন নীতির প্রতি দৃঢ়ভাবে আনুগত্য প্রকাশ করেছে।’

‘এক চীন’ নীতি অনুযায়ী বিশ্বে কেবল একটিই চীন আছে, যেখানে তাইওয়ানকেও চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। এই নীতিতে তাইওয়ানসহ সব ভূখণ্ডে চীন সরকারকেই সমগ্র চীনের আইনসম্মত একমাত্র প্রতিনিধিত্বকারী সরকার মনে করা হয়।

চীন এ অবস্থানে অনড় থাকলেও তাইওয়ান নিজেদের স্বাধীন বলে দাবি করে থাকে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন ও তাইওয়ানের ‘পুনর্মিলন’ অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বেইজিংয়ের দীর্ঘদিনের লক্ষ্যকে ‘অপ্রতিরোধ্য’ বলে অভিহিত করেছেন।

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক বাহিনী যুদ্ধ মহড়া শেষ করার একদিন পর নববর্ষের ভাষণে শি বুধবার (৩১ ডিসেম্বর) তাইওয়ান প্রণালির উভয় পাশে চীনা জনগণের মধ্যে ‘রক্ত ও আত্মীয়তার বন্ধন’ তুলে ধরেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজনীতিতে নারী নেতৃত্ব কি পর্দার আড়ালে চলে গেল?

শেখ হাসিনার পলায়ন ও রওশন এরশাদের অনুপস্থিতির পর খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনীতিতে নারী নেতৃত্বই পর্দার আড়ালে চলে গেল কি না, সে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে— রাজনীতির মাঠে এখন যেসব নারীরা রয়েছেন, তাদের মাধ্যমে কি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নারী নেতৃত্বের শূন্যতা আদৌ পূরণ হবে? নাকি রাজনীতি পরিপ

১৪ ঘণ্টা আগে

সার্ক পুনরুজ্জীবিত করতে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা

১৫ ঘণ্টা আগে

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় আটক ২৬

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোবাইল ব্যবসায়ীরা হঠাৎ হামলা চালান। বিটিআরসি ভবনের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

১৫ ঘণ্টা আগে

হাদি হত্যা : সিভিয়ন, সঞ্জয় ও ফয়সাল কারাগারে

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদে

১৫ ঘণ্টা আগে