হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের সামনের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ছবি: শিলিগুড়ি টাইমস

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। মিছিল নিয়ে তারা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ঘেরাওয়ের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। শিলিগুড়ি টাইমসের খবরে বলা হয়েছে, এ দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি ও ভিসা অফিস ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠন।

এ দিন প্রথমে বাঘাযতীন পার্কে জমায়েত হন সংগঠনগুলোর সদস্যরা। এরপর মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভিসা কেন্দ্রের সামনে পৌঁছান তারা। মিছিলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ, দিপু চন্দ্র দাস হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

শিলিগুড়ি টাইমস বলছে, মিছিল শেষে ভিসা অফিস ঘেরাও করে বিক্ষোভের পর আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা কেন্দ্রে প্রবেশ করে। তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানায়।

ঢাকা ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ফোন করে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তাদের এই ভিসা কেন্দ্র বন্ধ রাখতে হবে।

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে ‘ডিইউডিজিটাল’ শিলিগুড়িতে ব্যবসা করতে পারবে না— এ কথা সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার-বোর্ড আজকের মধ্যেই সরিয়ে নিতে বলেন তারা।

কূটনৈতিক সূত্র বলছে, এ ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে বিকেলে ডিইউডিজিটাল ভিসা কেন্দ্র বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি বুঝে পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা কার্যালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।

এর আগে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘অনিবার্য কারণে’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং সিআইডিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ।

৭ ঘণ্টা আগে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

৮ ঘণ্টা আগে

খুলনা ক্লাবের সভাপতি শারফুজ্জামান টপি

নির্বাচনে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা শেষে শারফুজ্জামান টপি সভাপতি, একজন সহ-সভাপতি এবং নয়জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

৮ ঘণ্টা আগে

এনসিপির ৬ নেতাসহ ২০ জনের নিরাপত্তায় গানম্যান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকার গানম্যান প্রদান করেছে। এ তালিকায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকও রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৮ ঘণ্টা আগে