বিমান বিধ্বস্ত

বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রক্তের হাহাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের হাহাকার দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এরই মধ্যে শতাধিক রোগীর শরীরে অপারেশন ও চিকিৎসার জন্য রক্ত প্রয়োজন হচ্ছে। অথচ পর্যাপ্ত রক্ত মজুত নেই। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা বারবার মাইকিং করে বলছেন, যারা রক্ত দেবেন, দয়া করে বার্ন ইউনিটের ৮ম তলায় চলে যান। নেগেটিভ গ্রুপের রক্ত এখন খুব বেশি প্রয়োজন।

আনসার সদস্য রেজাউল করিম বলেন, আহতদের চিকিৎসায় ডোনাররা সাড়া দিচ্ছেন। তবে আমাদের কাছে ভেতর থেকে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনারদের চাওয়া হচ্ছে। আমরাও মাইকে তাদের বিষয়ে বলছি। এখানে যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড আছে তারা ওপরে দ্রুত চলে যান।

ডোনার নিক্সন বলেন, আমি বি পজিটিভ গ্রুপের রক্ত দিতে যাই, কিন্তু সেখানে এবি পজিটিভ, এবি নেগেটিভ এবং ও নেগেটিভসহ সব নেগেটিভ গ্রুপের ব্লাডের সংকট দেখেছি।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, বাচ্চা, নারী ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ। তাদের বারবার রক্ত দিতে হচ্ছে। কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত প্রায় শেষ।

দগ্ধদের স্বজনরাও ছুটে যাচ্ছেন রক্ত দিতে। এক স্বজন বলেন, আমার রক্তের গ্রুপ মেলে না, আমি চাইলেও দিতে পারছি না। সবাইকে অনুরোধ করছি, যাদের নেগেটিভ গ্রুপ, দয়া করে এগিয়ে আসুন।

এ অবস্থায় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি বার্ন ইনস্টিটিউটের ৮ম তলায় যোগাযোগ করতে পারেন। অথবা হাসপাতাল কর্তৃপক্ষের হেল্প ডেস্কে নাম লেখাতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি

১০ ঘণ্টা আগে

নতুন থানা হচ্ছে ৪টি, নাম বদলাবে এক মন্ত্রণালয়ের

অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপন ও একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া

১০ ঘণ্টা আগে

দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে, নির্দেশনা ডিএনসিসির

রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া-সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

১০ ঘণ্টা আগে

আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কী হবে, কী হবে না—তা নির্ধারণ করবে তরুণ সমাজ।

১৩ ঘণ্টা আগে