তালিকায় নেই, শাপলা পাবে না এনসিপি: ইসি সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নির্ধারিত নির্বাচনি প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ প্রতীক পাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, এনসিপি শাপলা প্রতীক পাবে না। কারণ আমাদের যে ১১৫টি প্রতীক নির্ধারণ করা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। কিন্তু নিয়ম হলো— এখানে যেসব প্রতীক আছে তার মধ্য থেকেই একটি নিতে হবে। তালিকায় শাপলা না থাকলে তা দেওয়ার সুযোগ কোথায়?

এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সাক্ষাতে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে জানান তিনি। পরে ব্রিফিংয়ে নাসীর বলেন, তার দল এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা— এর থেকে আমরা সরছি না। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি... তবে নির্বাচনটা যে প্রতীকে হবে, সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা— এই তিনটির মধ্যে হতে হবে।

এদিকে নির্বাচন সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ইসি সচিব বলেন, কমিশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আগামী রোববার এ সংলাপ শুরু হবে।

সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা— সবাইকেই নির্বাচনের অংশীজন মনে করছেন ইসি। পর্যায়ক্রমে সবার সঙ্গেই বসা হবে বলে জানান তিনি।

রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা চূড়ান্ত পর্যায়ে জানিয়ে ইসি সচিব বলেন, কাজ শেষ হলেই সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচনি আচরণবিধি ও আরপিও নিয়ে ইসি কাজ করছে বলেও জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাকসু নির্বাচন নিয়ে ১২ অভিযোগ তুলল ছাত্রদল

তারা বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় ছিল জোরজবরদস্তি, কারচুপি, সমন্বয়হীনতা, মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা। সর্বোপরি একটি নির্দিষ্ট প্যানেল ও প্রার্থীকে বিজয়ী করার উদ্দেশ্যে পুরো নির্বাচনকে ডিজাইন করা হয়েছিল। ফলে নির্বাচনী উৎসবের পরিবর্তে এটি ‘প্রহসনে’ পরিণত হয়।’

৫ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মন

৬ ঘণ্টা আগে

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

শামীম আহমেদ গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় দুর্ঘটনাকালে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন

৭ ঘণ্টা আগে

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, টঙ্গীতে ওই গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের চারজনকে বার্নে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে শামীম মারা গেছেন। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আরও একজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে।

৮ ঘণ্টা আগে