খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন

বাসস
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৮

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন।

দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যের ডা. রিচার্ড বিল এবং চীনের চারজন বিশেষজ্ঞ সহ বিদেশি ও স্থানীয় ডাক্তারদের একটি দল তাঁর অবস্থা পর্যালোচনা করে তাঁকে ভ্রমণের জন্য উপযুক্ত বলে বিবেচনা করার পর তার মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

৮০ বছর বয়সী তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

কাতারের আমিরের সরবরাহ করা একটি এয়ার অ্যাম্বুলেন্স তাঁকে লন্ডনে নিয়ে যাবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর আগে কাতারে যাত্রাবিরতি করবে।

খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ২০০৮ সাল থেকে তাঁর পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করছেন, হিথ্রোতে তাঁর মাকে অভ্যর্থনা জানাবেন।

বিএনপি চেয়ারপারসনকে সরাসরি লন্ডন ব্রিজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এই বছরের শুরুতে খালেদা জিয়া চিকিৎসার জন্য চার মাস লন্ডনে কাটিয়েছিলেন। ৬ মে তিনি দেশে ফিরে আসেন।

বিদেশি ও স্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ড প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা তদারকি করছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘তরুণরা সবসময়ই গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে’

ড. আসিফ বলেন, এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক আইন শেখা এবং বিতর্কের জন্য জাতীয় যে আবেগের প্রতিফলন এটি। জেসাপ বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম জেসাপ যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা। এই অর্জন আমাদের শিক্ষার্থী, কোচ, আয়োজক এবং প্রাণবন্ত মুট কোর্ট সমাজের নিষ্ঠার প্রতিফলন

৩ ঘণ্টা আগে

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা

তিন দফা দাবি আদায়ে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ

যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিক্ষার্থীদের অনেকেই তাদের ‘স্টুডেন্ট ভিসা’কে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করছে— এমন উদ্বেগ থেকে সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

প্রতিদিন প্রাণহানি, তবু ফাইলবন্দি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উন্নয়ন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন যেন নীরব এক মৃত্যুকূপ। গত ১১ মাসে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫০ জন, আহত হয়েছে ৩৫১ জন।

২০ ঘণ্টা আগে