
ডেস্ক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে সে অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন এলাকায় সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংশ্লিষ্ট আসনের বাসিন্দারা বিক্ষোভ করেন।
ইসির গেজেট অনুযায়ী, পাবনা–১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন। আর সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে গঠন করা হয়েছিল পাবনা–২ আসন।
তবে হাইকোর্ট এ সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা আগের মতো বহাল থাকছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ দুই আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে সে অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন এলাকায় সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংশ্লিষ্ট আসনের বাসিন্দারা বিক্ষোভ করেন।
ইসির গেজেট অনুযায়ী, পাবনা–১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন। আর সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে গঠন করা হয়েছিল পাবনা–২ আসন।
তবে হাইকোর্ট এ সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা আগের মতো বহাল থাকছে।

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে অধ্যাপক ইউনূস বলেন, তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
৪ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির অকালমৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষ্যে শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
৪ ঘণ্টা আগে
হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রাযাত্রা কেউ থামাতে পারবে না।
৫ ঘণ্টা আগে
তিনি জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হ
৯ ঘণ্টা আগে