
প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনীতিতে সার্বক্ষণিক সক্রিয় খালেদা জিয়া সুস্থ শরীরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। ২৫ মাস পর ২০২০ সালের মার্চে সাময়িক মুক্তিতে বাসায় ফিরলেও কখনও হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেননি। জীবনের শেষ সাড়ে পাঁচ বছরের অধিকাংশ দিন কেটেছে হাসপাতালে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা ২০২০ সাল থেকেই অভিযোগ করেছেন, কারাগারে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার তাঁকে ‘স্লো পয়জনিং’ করেছে।
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে হাঁটুর অস্ত্রোপচার করান। ২০১৭ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে তিন মাস থেকে চোখ ও পায়ের চিকিৎসা করান। খালেদা জিয়ার চিকিৎসকরা তখনও জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন।
আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গুলশানে বাসভবন থেকে হেঁটে গাড়িতে চড়েছিলেন। সেদিন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতেও নিজেই হেঁটে প্রবেশ করেন। আদালতে পাঁচ বছর সাজার রায় হলে খালেদা জিয়াকে তাঁর গাড়িতে করেই নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নেওয়া হয়। গাড়ি মূল ফটক পার হওয়ার পর নিজেই হেঁটে সেল পর্যন্ত যান। এরপর আর কখনোই খালেদা জিয়াকে হাঁটতে দেখা যায়নি। কারাগার থেকে যতবার হাসপাতালে নেওয়া হয়েছে, হুইলচেয়ারেই যেতেন।
২০০ বছরের পুরোনো নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ভবন ২০১৬ সালের জুলাইয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্দিদের নেওয়া হয় কেরানীগঞ্জের নতুন ভবনে। তবে খালেদা জিয়াকে পরিত্যক্ত ভবনেই রাখা হয় ২৫ মাস। বিএনপি তখন থেকেই বলছিল, পরিত্যক্ত ভবনের স্যাঁতস্যাঁতে পরিবেশে খালেদা জিয়া শ্বাসকষ্টে আক্রান্ত হন, যা তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত করে।
গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছিল। রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় ওষুধে সাড়া মিলছিল না।
২০২০ সালে করোনা মহামারির সময়ে তৎকালীন সরকার খালেদা জিয়াকে প্রথমবারের মতো নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল। শর্ত ছিল বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, রাজনীতি করা যাবে না। একই শর্তে পরে আরও আটবার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে বিএনপি এবং পরিবার বারবার দাবি জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দেওয়া হোক।
আওয়ামী লীগ সরকার এই দাবি নাকচ করে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। ২০২৩ সালের আগস্টে গুরুতর হয়ে পড়লে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়ার লিভারে অস্ত্রোপচার করেন। ৮০ বছর বয়সী একজন মানুষের এমনিতেই মৃত্যু হতে পারে বলে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন।

রাজনীতিতে সার্বক্ষণিক সক্রিয় খালেদা জিয়া সুস্থ শরীরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। ২৫ মাস পর ২০২০ সালের মার্চে সাময়িক মুক্তিতে বাসায় ফিরলেও কখনও হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেননি। জীবনের শেষ সাড়ে পাঁচ বছরের অধিকাংশ দিন কেটেছে হাসপাতালে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা ২০২০ সাল থেকেই অভিযোগ করেছেন, কারাগারে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার তাঁকে ‘স্লো পয়জনিং’ করেছে।
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে হাঁটুর অস্ত্রোপচার করান। ২০১৭ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে তিন মাস থেকে চোখ ও পায়ের চিকিৎসা করান। খালেদা জিয়ার চিকিৎসকরা তখনও জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন।
আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গুলশানে বাসভবন থেকে হেঁটে গাড়িতে চড়েছিলেন। সেদিন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতেও নিজেই হেঁটে প্রবেশ করেন। আদালতে পাঁচ বছর সাজার রায় হলে খালেদা জিয়াকে তাঁর গাড়িতে করেই নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নেওয়া হয়। গাড়ি মূল ফটক পার হওয়ার পর নিজেই হেঁটে সেল পর্যন্ত যান। এরপর আর কখনোই খালেদা জিয়াকে হাঁটতে দেখা যায়নি। কারাগার থেকে যতবার হাসপাতালে নেওয়া হয়েছে, হুইলচেয়ারেই যেতেন।
২০০ বছরের পুরোনো নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ভবন ২০১৬ সালের জুলাইয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্দিদের নেওয়া হয় কেরানীগঞ্জের নতুন ভবনে। তবে খালেদা জিয়াকে পরিত্যক্ত ভবনেই রাখা হয় ২৫ মাস। বিএনপি তখন থেকেই বলছিল, পরিত্যক্ত ভবনের স্যাঁতস্যাঁতে পরিবেশে খালেদা জিয়া শ্বাসকষ্টে আক্রান্ত হন, যা তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত করে।
গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছিল। রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় ওষুধে সাড়া মিলছিল না।
২০২০ সালে করোনা মহামারির সময়ে তৎকালীন সরকার খালেদা জিয়াকে প্রথমবারের মতো নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল। শর্ত ছিল বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, রাজনীতি করা যাবে না। একই শর্তে পরে আরও আটবার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এই সময়ে বিএনপি এবং পরিবার বারবার দাবি জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দেওয়া হোক।
আওয়ামী লীগ সরকার এই দাবি নাকচ করে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। ২০২৩ সালের আগস্টে গুরুতর হয়ে পড়লে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়ার লিভারে অস্ত্রোপচার করেন। ৮০ বছর বয়সী একজন মানুষের এমনিতেই মৃত্যু হতে পারে বলে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন।

সেই মানিক মিয়া অ্যাভিনিউতে আজ প্রতিধ্বনিত হচ্ছে খালেদা জিয়ার পুরোনো একটি ভাষণ, যেখানে তিনি পলাতক হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, শেখ হাসিনার উচিত লেন্দুপ দর্জির করুণ ইতিহাস পড়া। ভাষণে তিনি বলেছিলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের কান্না, শাপলা চত্বরে নিহত আলেমদের পরিবার-সন্তান
৪ ঘণ্টা আগে
দাফন প্রক্রিয়া চলার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দেখা গেছে। ভিডিওতে হত্যাকাণ্ড নিয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
৫ ঘণ্টা আগে
লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। এদিন তার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জনস্রোত বয়ে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্
৬ ঘণ্টা আগে