রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ রোহিঙ্গাসহ ৯

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৭: ৩৭
বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের পর উদ্ধারকাজ চলছে। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে সাত রোহিঙ্গাসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৮ নম্বর শিবিরে দুইজন, ৯ নম্বর শিবিরে দুইজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজন।

১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন; আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।

৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয়ও জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। অন্য সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

সাংবাদিকদের তিনি বলেন, বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা: ফাওজুল কবির খান

ফাওজুল কবির বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র- জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

৩ ঘণ্টা আগে

৬১ জেলায় একযোগে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু

দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। শুক্রবার বিকেল ৩টা থেকে একযোগে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকর

৪ ঘণ্টা আগে

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরেই এ দেশে ইসলামের বিস্তার ঘটেছে। বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা নিন্দনীয়।

৫ ঘণ্টা আগে

১২১ দেশে পৌনে ৮ লাখ প্রবাসীর কাছে পাঠানো হলো পোস্টাল ব্যালট

ইসি কর্মকর্তারা জানান, সবশেষ বৃহস্পতিবার রাতেই ৯১টি দেশে ৩৯ হাজার ৩৮ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে।

৫ ঘণ্টা আগে