'একাত্তরে গণহত্যাসহ অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধান হয়েছে'

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: মন্ত্রণালয়

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো দুইবার সমাধান করা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং অন্যান্য অমীমাংসিত যে তিনটি বিষয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রয়েছে, এরই মধ্যে সেগুলো দুইবার সমাধান হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিমি।

অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে কি না— জানতে চাইলে ইসহাক দার বলেন, '১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির সমাধান হয়েছে। সে সময়ের দলিল দুই দেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে।'

তিনি বলেন, 'এরপর জেনারেল পারভেজ মোশাররফ ২০০০ সালের শুরুতে বাংলাদেশে এসে বিষয়টি প্রকাশ্যে সমাধান করেছেন। তাই এটি দুইবার সমাধান হয়েছে।'

বাংলাদেশ মনে করে, ১৯৭১ সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, যৌথ সম্পদের হিস্যা এবং ১৯৭০ সালের অবিভক্ত পাকিস্তানের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা আদায়ের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো বৈঠকে বাংলাদেশের পক্ষে তুলে ধরা হয় বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পেছাতে পারে রাকসু নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ সভায় বসেছিলাম। আমাদের সভা এখনো শেষ হয়নি। শেষ হলে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।’

৩ ঘণ্টা আগে

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

তিন দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের পর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

৫ ঘণ্টা আগে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৫ ঘণ্টা আগে

‘সংস্কারে কর্ণপাত না করলে মাশুল দিতে হবে দলগুলোকেই’

জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে, তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার সঙ্গে একমত ৮৯ শতাংশ।

৫ ঘণ্টা আগে