রূপপুরের কেনাকাটায় অনিয়মে এক প্রকৌশলীকে অবসর, আরেকজনকে ‘ডিমোশন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রূপপুর গ্রিন সিটি আবাসন প্রকল্প। ছবি: সংগৃহীত

এক প্রকল্পে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটাসহ ভবনে ওঠানোর কাজে অস্বাভাবিক খরচ প্রমাণিত হওয়ায় দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে একজনকে বাধ্যতামূলক অবসর ও আরেকজনকে 'ডিমোশন' বা নিম্নবেতন গ্রেডে অবনমিত করে দেওয়া হয়েছে।

পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় ওই ‘অস্বাভাবিক ব্যয়ে’র প্রমাণ পাওয়া যায়।

এর দায়ে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর ও উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিত করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে ওই দুজন দোষী সাব্যস্ত হয়েছেন। শাহীন উদ্দিন পাবনা গণপূর্তের উপবিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং আলমগীর হোসেন রাজশাহী গণপূর্তের উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।

রূপপুর গ্রিনসিটি প্রকল্পে তাদের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২০১৯ সালের ১৯ মে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সঙ্গে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয় গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, এ দুজনের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ করে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ৪ সেপ্টেম্বর তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই করা পৃথক আদেশের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে গ্যাস-ডলারের সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি, বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটিই মনে হয়েছে।

৪ ঘণ্টা আগে

এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু

তিনি আরও বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।

৪ ঘণ্টা আগে

যে পদ্ধতিতে গণনা ও সংরক্ষণ করা হবে পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট পেপার দেশে আসতে শুরু করেছে। এসব ব্যালট গ্রহণ ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনের জন্য সর্বোচ্চ ৪০০টি পোস

৪ ঘণ্টা আগে

সাহরি-ইফতারের সময়সূচিতে ঢাকার সঙ্গে ৯ মিনিট যোগ-বিয়োগের তথ্য ‘ভিত্তিহীন’

পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়েছে, ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করার বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

৫ ঘণ্টা আগে