ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রস্তুতি প্রায় শেষের দিকে।

এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রস্তুতির কাজ উপস্থিত থেকে তদারকি করছেন। শ্রমিকরা সাদা কাপড় দিয়ে বুথ তৈরি করছেন। কেউ বুথের জন্য বাঁশ স্থাপন করছেন। আবার কেউ বুথের বাইরে টেবিল স্থাপন করে তার ওপরে সাদা কাপড় লাগিয়ে পেরেক দিয়ে এঁটে দিচ্ছেন। কেউ কেউ পর্যাপ্ত আলোর জন্য লাইট এবং বাতাসের জন্য বৈদ্যুতিক পাখা লাগানোর কাজ করছেন।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ এবং শারীরিক শিক্ষা কেন্দ্র।

ইতোমধ্যে কেন্দ্রগুলোর প্রস্তুতির বেশিরভাগই শেষ হয়েছে বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৩ ঘণ্টা আগে

কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

আজ বিকেলে তিনদফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

১৬ ঘণ্টা আগে

শাহবাগে শিক্ষকদের ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ও আটকের অভিযোগ

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “শাহবাগে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন। কলম সমর্পণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা ছিল।”

১৭ ঘণ্টা আগে

'সহকারী শিক্ষকদের একবারে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই’

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

১৮ ঘণ্টা আগে