শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ যাচ্ছে না মন্ত্রণালয়ে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠাতে দেরি হচ্ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রশাসন থেকে জানানো হয়েছে, এ দিন রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হচ্ছে না। আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) ওই কপি দুই মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরদিন আজ মঙ্গলবার এ রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির কাছে পাঠানোর কথা ছিল। এ সত্যায়িত কপিতে চেয়ারম্যানসহ তিন বিচারকের সই প্রয়োজন। ট্রাইব্যুনাল প্রশাসন বলছে, চেয়ারম্যান অসুস্থ থাকার কারণেই সেটি পাঠানো সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল দুই আসামির মৃত্যুদণ্ড রায়ের কপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় কারাগারে সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও রায়ের কপি পাঠানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চূড়ান্ত তালিকায় ভোটার পৌনে ১৩ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

৭ ঘণ্টা আগে

স্ত্রীসহ সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

৭ ঘণ্টা আগে

শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০,০০০ বডি ক্যামেরা দেওয়ার কথা থাকলেও এ সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে সরকার। শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

৮ ঘণ্টা আগে

জকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির

প্যানেল অনুযায়ী, ভিপি পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, আর জিএস পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম আরিফ।

৮ ঘণ্টা আগে