১১ মাসে সাড়ে ১১ হাজার অভিযোগ, দুদক আমলে নিয়েছে ৯৬০টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ হাজার ৬৩০টি অভিযোগ জমা পড়েছে। সাংবিধানিক সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ৯৬০টি অভিযোগ তারা আমলে নিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে সংস্থাটির কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন।

সভায় আলি আকবার আরও জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ১১ মাসে ৫১২টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে দুই হাজার ১৯১ জনকে।

গত ১১ মাসে দুদকের করা ২৪৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২৬টি মামলার রায়ে সাজা হয়েছে, বাকি ১২৩টি মামলায় আসামিরা খালাস পেয়েছেন। এসব মামলায় মোট পাঁচ হাজার ৫৭ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ৩২১ কোটি ৮৮ হাজার ১৯৩ টাকার সম্পদ।

এদিকে একই সময়ে দুদকের আবেদনে দেশে তিন হাজার ৩৬১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৯১ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। দেশের বাইরে ক্রোক করা হয়েছে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকার সম্পদ। এর বাইরেও দেশে ২২ হাজার ২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬০৬ টাকা এবং দেশের বাইরে ৩২৮ কোটি ১১ লাখ ১২ হাজার ৬৭৪ টাকা জব্দ করা হয়েছে।

দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী আরও জানান, গত ১১ মাসে দুদক ৭৯৮টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ১৮৮টি অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মামলা হয়েছে ২৮টি। এ ছাড়া এই ১১ মাসে ৩১৫টি অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে আসামির সংখ্যা এক হাজার ৭৮। একই সময়ে ৭৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার দুই লকারে পাওয়া গেল ৮৩২ ভরি সোনা

সিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ সংক্রান্ত খবর তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খ

২ ঘণ্টা আগে

ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের বিমান চলাচল

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এরমাধ্যমে দুই দেশের মধ

২ ঘণ্টা আগে

কড়াইল বস্তিতে আগুন: পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

১১ ঘণ্টা আগে

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, বাসিন্দারা খোলা আকাশের নিচে

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।

১২ ঘণ্টা আগে