ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ, ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক

টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তাকে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুরও আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা মাস্কের সব অত্যাধুনিক প্রযুক্তির প্রধান উপকারভোগী।

প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করি।’

চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

তিনি বলেন, বিশ্ব যখন অপরিবর্তনীয় জলবায়ু ক্ষতি এবং বহুপাক্ষিকতার প্রতি আস্থাহীনতার কঠিন বাস্তবতার মুখোমুখি, তখন বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন কোনো দূরবর্তী ধারণা নয়, বরং প্রতিদিনের অভিজ্ঞতা। তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভাঙনে লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, জীববৈচি

১৬ ঘণ্টা আগে

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রণীত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা

১৬ ঘণ্টা আগে

অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা উপদেষ্টা

হাইকমিশন জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

১৭ ঘণ্টা আগে

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।

১৭ ঘণ্টা আগে