প্রতিবেদক, রাজনীতি ডটকম
টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তাকে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুরও আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা মাস্কের সব অত্যাধুনিক প্রযুক্তির প্রধান উপকারভোগী।
প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করি।’
চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
টেক জায়ান্ট টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তাকে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুরও আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা মাস্কের সব অত্যাধুনিক প্রযুক্তির প্রধান উপকারভোগী।
প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করি।’
চিঠিতে অধ্যাপক ইউনূস আরও লিখেছেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী তরুণ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য এটি বড় প্রভাবক হিসেবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন স্পেসএক্স দলের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করেন, যেন আগামী ৯০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাংলাদেশকে স্টারলিংক চালুর জন্য তৈরি রাখা সম্ভব হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ফোনালাপে তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
কর কর্মকর্তারা বলছেন, গত মে ও জুনে আন্দোলনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যার শুরু গত জুলাই থেকেই।
২ ঘণ্টা আগে