সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

মঙ্গলবার জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট (BG-3501) ৪১৪ জন হজযাত্রী নিয়ে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের পক্ষে স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে আছে বলে আশ্বাস দেন। বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাছাইয়ে উত্তীর্ণ ১০ দলের কার্যক্রম আরও তদন্ত করবে ইসি

রাজনৈতিক দল হিসেবে আবেদনকারীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নতুন ১০টি দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অঞ্চলভিত্তিক গঠন করা হয়েছে ১০টি কমিটি।

৯ ঘণ্টা আগে

কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

৯ ঘণ্টা আগে

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক, সংযুক্ত) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

'সেফ এক্সিট আমার জন্য নয়, আমি এ দেশেই থাকব'

উপদেষ্টা বলেন, ‘রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারের এ উদ্যোগ ঐতিহাসিক।’

১০ ঘণ্টা আগে