বৃহস্পতিবার শুরু হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সামনে রেখে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। এ কার্যক্রমের আওতায় আট লাখেরও বেশি জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনি কর্মকর্তাদের নির্বাচনি আইন-বিধিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি। ৪৩ হাজার ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে প্রায় আড়াই লাখ।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিটি ভোটকক্ষে দুজন করে পোলিং অফিসার থাকবেন। সব মিলিয়ে একেকটি কেন্দ্রে আট থেকে ১০ জন পোলিং অফিসার প্রয়োজন হবে।

এর বাইরে অতিরিক্ত লোকবলও প্রস্তুত রাখা হবে, যার সংখ্যা ১০ শতাংশের বেশি। সব মিলিয়ে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা আট লাখের বেশি। তাদের সবাইকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, হাকিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তা, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে ধাপে ধাপে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ব্রিফ করা হয়েছে। এবার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে স্থানীয় পর্যায়ে।

ভোটের আগে, ভোট চলাকালে এবং ভোট শেষে গণনাসহ ফল তৈরি, নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ ও ব্যবহারসহ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট— কার কী দায়িত্ব, কর্তব্য, আইনবিধি সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

মনোনয়নপত্র জমা, বাছাই ও আপিল শুনানি শেষে সোয়া দুই হাজার বৈধ প্রার্থী রয়েছে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত হবে— কতজন প্রার্থী ভোটে থাকবে। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার। ভোট নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করা হয়নি: চিফ প্রসিকিউটর

যদিও ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে সোমবার বিকেলে জানান, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও ব্রিটিশ ব্যারিস্টার টোবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

৫ ঘণ্টা আগে

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

৫ ঘণ্টা আগে

জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনুসন্ধানকালে নথি নিরীক্ষা ও গোপন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মাণ হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

৬ ঘণ্টা আগে

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

আগামী ২১ জানুয়ারি (বুধবার) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

৬ ঘণ্টা আগে