স্থলপথে বস্ত্র-পাটজাত আরও ৪ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২: ২৫
বেনাপোল স্থলবন্দরে অপেক্ষমাণ ট্রাকের সারি। ফাইল ছবি

আগের ৯ ধরনের পণ্যের পর এবার বাংলাদেশ থেকে বস্ত্র ও পাটজাত আরও চার ধরনের পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। বাংলাদেশ থেকে এসব পণ্য রপ্তানি করতে চাইলে কেবল ভারতের নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করা যাবে।

সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

নতুন যে চার ধরনের পণ্য স্থলপথে আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো— পাট কিংবা অন্য কোনো ধরনের উদ্ভিজ্জ তন্তু থেকে উৎপাদিত কাপড়; পাট দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; অন্য তন্তু দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; এবং পাটের বস্তা ও ব্যাগ।

ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক অধিদপ্তর ডিজিএফটির অতিরিক্ত সচিব অজয় ভাদুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পণ্য বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এগুলো আমদানি করতে চাইলে কেবল মহারাষ্ট্রের নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করা যাবে।

এর আগে গত ২৭ জুন বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা পণ্যের তালিকায় রাখা হয় মূলত বস্ত্র ও পাটজাত পণ্য। এর মধ্যে রয়েছে— কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা ও ওভেন কাপড়।

ওই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতেও বলা হয়, দুই দেশের সীমান্তের কোনো স্থলবন্দর দিয়েই পণ্যগুলো আমদানি করা যাবে না। আমদানি করা যাবে কেবল নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে।

ভারতের ডিজিএফটি আরও জানায়, বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে নেপাল বা ভুটানের মাধ্যমে আবার এসব পণ্য বাংলাদেশ থেকে পুনরায় ভারতে রপ্তানির সুযোগ থাকবে না।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তির এসব শর্ত নতুন যুক্ত হওয়া চার ধরনের পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এসব পণ্যও ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে স্থলপথে নেপাল বা ভুটানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। একইভাবে সেগুলো আবার নেপাল বা ভুটানের মাধ্যমে ভারতে পুনরায় রপ্তানি করা যবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সেখানে রাষ্ট্রপতি শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

৪ ঘণ্টা আগে

দুই ভবনের মাঝ থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজে দেখা গেছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

১৫ ঘণ্টা আগে

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

দেশের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন ঢাকা বিভাগে, বাকি দুজনের একজন ময়মনসিংহ ও একজন চট্টগ্রাম বিভাগে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৫৩ জনের মৃত্যু হলো দেশে।

১৮ ঘণ্টা আগে

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, থাকবে উচ্চ আদালতের অধীনে

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবিতে শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সচিবালায় থাকবে উচ্চ আদালতের অধীনে। এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের প্রক্রিয়াটি চূড়ান্তভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে গেল মনে করছে সরকার।

১৮ ঘণ্টা আগে