সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন নতুন মামলায় গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র স্মরণীতে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর আব্দুল্লাহ আল-মামুনকে আবার কারাগারে পাঠানো হয়।

গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্মরনী রোডে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে গুলি চালালে সাব্বিরের গলায় গিয়ে লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাব্বিরের বাবা আমোদ আলী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের

এসময় গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি নির্ভরযোগ্য ও শূন্য–কার্বন বিদ্যুৎ সরবরাহে সক্ষম।

১৮ ঘণ্টা আগে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ, পদসংখ্যা ১৬

২০ ঘণ্টা আগে

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড, জরিমানা কোটি টাকা

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করলে, খেলায় অংশগ্রহণ করলে, সহায়তা করলে কিংবা উৎসাহ প্রদান করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

২১ ঘণ্টা আগে

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

জানা গেছে, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে তাঁর রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সে সময় যাত্রীদের জন্য সিটবেল্টের সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি।

২১ ঘণ্টা আগে