চেক ডিজঅনার মামলা

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২: ২৬

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলা শুধু সাকিবের একার বিরুদ্ধে করা হয়নি। তিনি ছাড়াও এই মামলায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সাকিবসহ চার জন– গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন গত ১৮ ডিসেম্বর। এ আদেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত।

সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি শনিবাদ আদালতে হাজির হতে বলা হয়।

সাকিবসহ মামলার ৪ আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত। সে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলোকে ব্যবহার করে ভারতের বিভিন্ন অংশে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে।

৮ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬৪ দিন

২০২৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবার শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

৯ ঘণ্টা আগে

তারেক রহমানকে কটূক্তি করা সেই শিক্ষকের জামিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় আটকের পর কারাগারে পাঠানো রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ কে এম শহিদুল ইসলামকে জামিন দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

১২ ঘণ্টা আগে