মিলল আরও ৭ মরদেহ, মিরপুরের কারখানায় নিহত বেড়ে ১৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২: ৩৪
পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মিরপুরের অগ্নিদগ্ধ পোশাক কারখানা থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ওই কারখানা থেকে মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ছাড়া দগ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় এখনো তল্লাশি চলমান রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

তালহা বলেন, রূপনগরে ওই পোশাক কারখানা থেকে প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আমাদের অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। ওই কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে পাশে কসমিক ফার্মা নামে একটি রাসায়নিকের গুদামেও আগুন লেগেছিল। পোশাক কারখানার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও ওই গুদামের আগুন নেভাতে এখনো ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছে।

মিরপুরের ওই পোশাক কারখানায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত
মিরপুরের ওই পোশাক কারখানায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পোশাক কারখানার পাশেই রাসায়নিকের গুদাম। সেটাতে আগুন লাগে। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

তাজুল ইসলাম আরও বলেন, তল্লাশি অভিযান এখনো চলছে। রাসায়নিকের গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। এটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে অগ্নিনির্বাপণের কাজ করছি।

রাসায়নিকের গুদামের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন, একে আলম কেমিকেল ফ্যাক্টরি বলে সবাই চেনে। যতটুকু শুনেছি, এর অনুমোদন নেই। যাচাই করে তদন্তের পর সুনির্দিষ্টভাবে বলতে পারব। এখানকার মালিকের কোনো মোবাইল ফোন অথবা কোনো কর্মচারী বা ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। কারখানার কাউকেও পাওয়া যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ থেকে আগুনের সূত্রপাত। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া রাসায়নিকের গুদামে। সেখানে মুহুর্মুহু বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আগুন পোশাক কারখানার তিন তলার সবখানে ছড়িয়ে পড়ে।

এর আগে আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিকেল ৪টা নাগাদ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় থেকে আগুন আর ছড়ায়নি। এখন কারখানায় ডাম্পিং বা আগুন পুরোপুরি নেভানোর পাশাপাশি তল্লাশি চলছে।

অন্যদিকে রাসায়নিক গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আনাই সম্ভব হয়নি। বিভিন্ন রাসায়নিকের বিস্ফোরণের কারণে গোটা এলাকা এখনো ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কমপক্ষে ৩০০ গজ দূরত্ব বজায়ে রাখতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের তফসিল নিয়ে সভা রবিবার

এ ছাড়া তফসিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি। ‎

১৬ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন আয়োজনে কমিশন শতভাগ প্রস্তুত : ইসি সচিব

কর্মশালায় “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি” বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

১৭ ঘণ্টা আগে

পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে : হাইকমিশনার

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

১৭ ঘণ্টা আগে

পোস্টাল ভোটিংয়ে আরো ১৫ দিন সময় বাড়িয়েছে ইসি

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।

১৮ ঘণ্টা আগে