ধানমন্ডি ৩২-এ ছাত্রলীগ-যুবলীগ সন্দেহ হলেই মারধর, পুলিশও সতর্ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০০: ০১
ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকরাও সেখানে অবস্থান নেন। ছবি: রাজনীতি ডটকম

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের গুঁড়িয়ে দেওয়া বাড়ির জায়গাটি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাও সেখানে অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির আশপাশের এলাকায় কাউকে নিষিদ্ধ ছাত্রলীগ বা যুবলীগ কর্মী সন্দেহ হলেই মারধর করা হচ্ছে। এরপর আবার তাকে ধরে সোপর্দ করা হচ্ছে পুলিশের কাছে।

উৎসুক জনতা ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

রাজনীতি ডটকমের প্রতিনিধি রায়হান হক বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে এসব তথ্য জানান। বলেন, রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ‍্যে এমন অন্তত তিনটি মারধরের ঘটনা প্রত্যক্ষ করেছেন।

প্রতিটি ঘটনার ক্ষেত্রেই নিষিদ্ধ ছাত্রলীগ বা যুবলীগের নেতাকর্মী বা সমর্থক সন্দেহ আটক করে মারধর করা হয়। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করতে দেখা যায়। মারধরে জড়িতদের সবার পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের কিছু কর্মী ছিলেন।

১৫ আগস্ট দিনটিকে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়র পর দিবসটি বাতিল করে।

এদিকে গত ফেব্রুয়ারিতে ‘মব’ করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে শেখ মুজিবের নাতি ও অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার রাতে ভিডিওবার্তা দেন। তিনি বলেন, বাড়িটি না থাকলেও সবাই যেন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানায়।

১৫ আগস্ট ঘিরে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ-প্রশাসন। সজীব ওয়াজেদ জয়ের এমন আহ্বানের পর তারা আরও সতর্ক হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তায় কড়াকড়ি করা হয়। শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে নেওয়া হয় বিশেষ সতর্কতা।

Dhanmondi 32 Security Situation 14-08-2025 (2)

আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যের পাশাপাশি জলকামান, সাঁজোয়া যানও রাখা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশে। ছবি: রাজনীতি ডটকম

এ দিন বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় সাঁজোয়া যান, জলকামান ও অতিরিক্ত পুলিশ সদস্য।

৩২ নম্বরে কয়েকটি মবের ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সাধ্যমত চেষ্টা করছে।

জয়ের ৫ প্রশ্ন

১৫ আগস্ট সামনে রেখে বুধরার রাতেই ফেসবুকে একটি ভিডিওবার্তা দেন সজীব ওয়াজেদ হয়। ওই ভিডিওবার্তায় পাঁচটি প্রশ্ন রাখেন তিনি—

  • ১. আজকে কি আপনারা ভালো আছেন?
  • ২. আজকে কি আপনারা বাংলাদেশের নিরাপদ আছেন?
  • ৩. আজকে কি আপনারা স্বাধীন আছেন?
  • ৪.আজকে কি অবৈধ সরকারের বিরুদ্ধে মুখ খুলে কথা বলার সাহস পান?
  • ৫. আজ কি আপনারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মুখ খুলে কথা বলার সুযোগ পান, নাকি গ্রেপ্তার হন?

জয় বলেন, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন, মোমবাতি জ্বালাবেন। ৩২ নম্বর একটি বাড়ি, বাড়িটি আর নেই। তবে ৩২ নম্বর ধানমন্ডির ঠিকানাটি এখনো আছে । মাটি কোনোদিন মুছে ফেলা যায় না।

আ.লীগ ও অঙ্গ সংগঠনের গ্রেপ্তার আরও ১৩

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন— ঢাকার বংশালের মো. ওবায়দুল হক, টাঙ্গাইলের সখিপুরের মো. আতিকুর রহমান বুলবুল মিয়া, মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী, যাত্রাবাড়ীর মো. মনিরুজ্জামান মনির, মাহাবুবুল হক হেলাল, শফিকুর রহমান, মুন্সি, মো. আনোয়ার হোসেন বাবু, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মো. মাহবুবুর রহমান বাবু, যাত্রাবাড়ীর হালিম আহমেদ, তেজগাঁওয়ের সৈয়দ সাব্বির আহম্মেদ, শামসুদ্দীন, ময়মনসিংহের আবুল কালাম আজাদ ও বংশালের নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওয়াটারএইড বাংলাদেশে কাজের সুযোগ, বেতন দুই লাখ ১০ হাজার

৭ ঘণ্টা আগে

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৪

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এদিন অপর আসামি মো. শাহিন হোসেনকে (৩৮) প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ২৯ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠান আদালত।

৭ ঘণ্টা আগে

গ্রিন ইউনিভার্সিটিতে অফিসার পদে কাজের সুযোগ

৮ ঘণ্টা আগে

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধর

৮ ঘণ্টা আগে