১৩ নভেম্বর ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, সতর্ক সরকার-আইনশৃঙ্খলা বাহিনী

নাজমুল ইসলাম হৃদয়
সোমবার ভোরের দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

‘আমরা সাধারণ জনগণ কেন রাজনৈতিক প্রতিহিংসার ভুক্তভোগী হব?— এমন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দ্বীন ই মোহাম্মদের, যিনি পড়ালেখার পাশাপাশি একটি অনলাইন ব্যবসাও চালান। গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রভাব পড়েছে তার ব্যবসায়। বাড়ি থেকে আপাতত বের হতেই নিষেধ করছে অভিভাবক।

দ্বীন রাজনীতি ডটকমকে বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা স্থিতিশীলতা আশা করেছিলাম। কিন্তু এখন ‘পতিত’ ঘোষিত একটি দলের (আওয়ামী লীগ) ১৩ তারিখের কথিত লকডাউন ঘিরে যা হচ্ছে, তা ভীতিকর। এর মধ্যেই বিভিন্ন জায়গায় আগুন লাগার, মানুষ পোড়ানোর খবর পাচ্ছি। ছাত্র হিসেবে আমি যে ছোট ব্যবসাটা করি, এই আতঙ্কের কারণে সেটার মালামাল পর্যন্ত আনা-নেওয়া করতে পারছি না।’

দ্বীন ই মোহাম্মদের মতো আরও অনেকের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা ছড়াচ্ছে সাম্প্রতিক ঘটনাবলি। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি পেট্রোল পাম্পের সামনে পার্ক করে রাখা বাসে দুর্বৃত্তরা আগুন দিলে বাসে ঘুমন্ত থাকা চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঢাকাতেও কদিন ধরেই ঘটে চলছে ককটেল বিস্ফোরণের ঘটনা।

এসব ঘটনায় জনমনে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। খোলা জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টসহ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রাজধানীবাসীকে আতঙ্কিত না হতেও বলেছে সংস্থাটি।

যে ১৩ নভেম্বর ঘিরে এমন উদ্বেগ-উৎকণ্ঠা-সতর্কতা সে দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার কথা রয়েছে। প্রসিকিউশন যুক্তিতর্ক শেষ করে জানিয়েছে, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তারা হাজির করেছে বিধায় এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এটিই হবে জুলাই আন্দোলন ঘিরে করা প্রথম কোনো মামলার রায়। আর সেই দিনটিতেই তার দল নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ‘ঢাকা লকডাউন’ ঘোষণা করা হয়েছে বলে অনলাইনে তথ্য ছড়িয়েছে। সাধারণ মানুষ ও পর্যবেক্ষকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বলছেন, এর অংশ হিসেবেই সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, খিলগাঁও ও মৌচাকসহ অন্তত ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দিন অন্তত তিনটি বাসে আগুন দেওয়া হয়। সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে।

এদিকে সোমবার রাত ও মঙ্গলবার ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনে কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সূত্রাপুরে আগুন দেওয়া হয়েছে একটি বাসে। রাতে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, গত কয়েক দিনে ঢাকার ১৫টি স্থানে ১৭টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে। আর নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা মাহবুবুর রহমানের কর্মস্থল ফার্মগেট এলাকায়। ককটেল বিস্ফোরণ-বাসে আগুনের ঘটনায় কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে তার মধ্যে। রাজনীতি ডটকমকে তিনি বলেন, ‘ককটেল বিস্ফারণটা হয়তো সাধারণ ঘটনা, কিন্তু এখানে-ওখানে বাসে আগুন দেওয়া হচ্ছে। বেসরকারি চাকরি করি, অফিস তো করতেই হয়। এসব ঘটনা কিছুটা হলেও উদ্বেগ ছড়ায়। জড়িতদের আইনের আওতায় এনে এ রকম ঘটনা নিয়ন্ত্রণ করতে পারলে মানুষের উদ্বেগ কমবে।’

ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা প্রকৌশলী কামাল হুসাইন চৌধুরী সবাইকেই সজাগ থাকতে বলছেন। রাজনীতি ডটকমকে তিনি বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে এখন নিষেধাজ্ঞা রয়েছে। রাজপথে নেমে প্রকাশ্যে আন্দোলন-সংগ্রাম করার মতো সাহস তাদের নেই। তারা উদ্ভট কিছু বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন ও জনগণকে সজাগ থাকতে হবে।’

বিস্ফোরণ-আগুনের এসব ঘটনায় স্পষ্টতই আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাই জড়িত বলে মনে করছে রাজনৈতিক দলগুলোও। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা—সব এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করছে, চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা তৈরির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।’

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে রাজনৈতিক দলগুলো। সোমবার রাতে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি বলছে, তাদের নেতাকর্মীরা নাশকতা ঠেকাতে প্রস্তুত।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুনঈম রাজনীতি ডটকমকে বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে পতিত স্বৈরাচারী শক্তি নাশকতার পরিকল্পনা করেছে। বিষয়টি নিয়ে আমরা নাগরিক পার্টি এবং আমাদের যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির সদস্যরা সর্বোচ্চ প্রস্তুত আছি। কেউ নাশকতার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে এবং তৎক্ষণাৎ পুলিশে সোপর্দ করা হবে। মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা সবসময় সোচ্চার।’

ঢাকার বাইরেও জেলা-উপজেলাগুলোতে নাশকতাসহ ঝটিকা মিছিল অব্যাহত রয়েছে। সে কারণে ঢাকার বাইরেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। ১৩ নভেম্বর আওয়ামী লীগের অনলাইন মাধ্যমগুলোতে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা থাকলেও তাই ঢাকার বাইরের মানুষজনও সতর্ক থাকছেন।

কক্সবাজারের একটি বেসরকারি সংস্থায় কর্মরত সানজিদা সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, ‘অনলাইনের প্রচার-প্রচারণা দেখে আতঙ্ক তো কাজ করেই। এখানে (কক্সবাজার) এখন পর্যন্ত নাশকতার তেমন কোনো ঘটনার কথা শুনিনি। তবে জানি না ১৩ তারিখে কী হবে। ওই দিন বাচ্চাদের স্কুলে পাঠাব কি না, এখনো ভাবছি।’

এমন উদ্বেগ-আতঙ্কের মধ্যে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বারবারই সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছে। বড় ধরনের নাশকতার ঘটনা মোকাবিলায় নানা ধরনের প্রস্তুতিও নেওয়ার কথা জানিয়েছে। এরই মধ্যে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব বিমানবন্দরকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।

এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিশেষ বৈঠক হয়েছে। বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকার প্রবেশপথগুলোতে গড়ে তোলা হচ্ছে বাড়তি নিরাপত্তা বলয়।

দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান রুট কেরানীগঞ্জকে ঘিরেও তেমন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ উপজেলার তিনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতু (বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় এবং বাবুবাজার বা তৃতীয় বুড়িগঙ্গা সেতু) ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় এখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু রাজনীতি ডটকমকে বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে শুধু ঢাকা নয়, সারা দেশের পুলিশের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। ২৪ ঘণ্টা আমাদের পুলিশ সদস্যরা মাঠে সক্রিয়। সাদা পোশাকেও পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও ঢাকাবাসীতে ১৩ নভেম্বর ঘিরে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে, অবিলম্বে আমরা তাদের ধরে ফেলব।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কড়া হুঁশিয়ারি এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে, তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।’

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৩ নভেম্বর সামনে রেখে সরকার কঠোর নিরাপত্তা অবস্থান নিয়েছে। আমাদের প্যাট্রলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাশকতামূলক কার্যক্রম এড়াতে যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও একবার সংশোধন, ৪৪তম বিসিএসে ১৬৭৬ জনকে নিয়োগের সুপারিশ

এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল। উত্তীর্ণ এক হাজার ৬৯০ জনের মধ্যে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি।

৯ ঘণ্টা আগে

এবার ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ধানমন্ডি ১১/এ এলাকায় আইসিটির তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৩ ঘণ্টা আগে

স্থায়ী হলেন হাইকোর্ট বিভাগের ২২ অতিরিক্ত বিচারপতি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ (বাইশ) জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগদান করেছেন।’

১৪ ঘণ্টা আগে

শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যাকারী দুই শ্যুটার গ্রেপ্তার

স্বজনরা জানান, পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

১৪ ঘণ্টা আগে