বন্যায় ৬৭ জনের মৃত্যু, নিখোঁজ ১

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু ও একজন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে সরকার। এছাড়া এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলার ৫১ লাখেরও বেশি মানুষ।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যু তালিকায় দেখা গেছে, নিহতদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন এবং শিশু ১৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ফেনীতে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী; ফেনীতে ২৬ জন, কুমিল্লায় ১৭ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুর একজন, কক্সবাজারে তিনজন, মৌলভীবাজারে একজন এবং খাগড়াছড়িতে একজন করে মারা গেছে।

বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য তুলে ধরে সরকারের এই বিজ্ঞপিতে বলা হয়, বন্যাকবলিত ১১ জেলার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। ইতোমধ্যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়াও সময়ের সঙ্গে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে ৬৮টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভার সংখ্যা ৫০৪টি। পাশাপাশি ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার এখনো পানিবন্দি রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

নতুন এ মার্কিন দূত আরও বলেন, ‘ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ

৫ ঘণ্টা আগে

শরীয়তপুরে বোমা বিস্ফোরণ: উপকরণ ও আলামত সংগ্রহ, ৩৮টি বোমা নিষ্ক্রিয়

শরীয়তপুরের ঘটনাস্থল থেকে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ ও বিস্ফোরণের আলামত জব্দ করেছে। একই সঙ্গে গত কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

দ্রুত ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু হবে: শিল্প উপদেষ্টা

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কারখানার বিদ্যমান উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।

১৭ ঘণ্টা আগে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারা দেশে ১৬৩৮২ জন গ্রেপ্তার

এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ৮ হাজার ৯৭৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

১৮ ঘণ্টা আগে