
বরিশাল প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের (অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজন কর্মীসহ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে লঞ্চটির মাস্টারসহ চার কর্মীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ ও ভোলা থেকে ঢাকাগামী জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উভয় লঞ্চের অন্তত আটজন নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি প্রথমে ধাক্কা দেয়। সে কারণেই লঞ্চটি ও সংশ্লিষ্ট চার কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশের এসআই সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি ঘাটে আটক রয়েছে। লঞ্চের চার কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার পরপরই লঞ্চের চালক ও সুকানি পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় পুলিশ ও নৌ পুলিশের তৎপরতা বাড়ানো হয়। নদীপথে চলাচলের সময় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্যাপ্ত সতর্কতা না মানায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষে নিহত, আহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের (অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজন কর্মীসহ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে লঞ্চটির মাস্টারসহ চার কর্মীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ ও ভোলা থেকে ঢাকাগামী জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উভয় লঞ্চের অন্তত আটজন নিহত এবং কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি প্রথমে ধাক্কা দেয়। সে কারণেই লঞ্চটি ও সংশ্লিষ্ট চার কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশের এসআই সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি ঘাটে আটক রয়েছে। লঞ্চের চার কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনার পরপরই লঞ্চের চালক ও সুকানি পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় পুলিশ ও নৌ পুলিশের তৎপরতা বাড়ানো হয়। নদীপথে চলাচলের সময় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্যাপ্ত সতর্কতা না মানায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষে নিহত, আহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

লটারির মাধ্যমে কারাবন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
১ দিন আগে
খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে-আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য।
১ দিন আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।
১ দিন আগে