তাপপ্রবাহ বইছে ৫৫ জেলায়, গরম কমতে পারে সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৫, ১৮: ২৯
রাস্তার পাশের দোকানে দেদারছে বিক্রি হচ্ছে লেবুর শরবত। এ শরবত কতটুকু স্বাস্থ্যসম্মত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু গরমের তীব্রতায় খানিকটা স্বস্তির আশায় সে প্রশ্ন থেকে যাচ্ছে উপেক্ষিত। শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগ এলাকায়। ছবি: ফোকাস বাংলা

চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলায় তীব্র আকার ধারণ করেছে তাপপ্রবাহ। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। জেলাটি অতি তীব্র তাপপ্রবাহের দিকে ছুটছে। এ ছাড়া দেশের আরও ৫৩টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আজ শনিবার (১০ মে) তো বটেই, আগামীকাল রোববারও (১১ মে) তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মেলার সম্ভাবনা কম। বরং রোববার রাতে তাপমাত্রা কিছুটা বেড়েও যেতে পারে। এরপর সোমবার (১২ মে) কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে।

শনিবার আবহাওয়া অধিদফতরের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ. চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট সব জেলা এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এর পরদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াম এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলমান তাপপ্রবাহও কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সোমবার দেশে আট বিভাগেই কিছু কিছু জায়গা বা দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ও বুধবারেও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দুদিনেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা সরকারের

বিবৃতিতে সরকার বলে, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নুর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। চব্বিশের জুলাইয়ে গণ-অভ্য

১৬ ঘণ্টা আগে

নুরকে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে বিদেশে চিকিৎসা করানো হবে: সরকার

গণঅধিকার পরিষদের সভাপতি রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩০ আগস্ট) দেওয়া এই বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়

১৬ ঘণ্টা আগে

বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আগামীকাল রোববার বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১৬ ঘণ্টা আগে

৫ দিনের রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

আফ্রিদিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

১৭ ঘণ্টা আগে