
অরুণ কুমার

বুনোফুল বনওকড়া
পৃথিবীর বুকে প্রতিদিন কত ফুল ফোটে আর ঝরে যায় হলে গানে গানে দু:খ করেছিলেন শিল্পী সাবিনা ইয়াসমিন।
সবার এজন্য দু:খ হয়, ঘর হতে ‘দুই পা ফেলিয়া’ পথের ধারে বুনোফুলের সৌন্দর্য উপভোগ করার রোমান্টিকতা কজনের থাকে!
শীত আর গ্রীষ্মের অত্যাচারে এতদিন পর্যদুস্ত হয়ে ছিল নাম-পরিচয়হীন গুল্মলতারা, বৃষ্টি এলে তাদের মাথা উঁচু করে দাঁডাবার সময়। ভাট-আশ্যাড়ার শরীরে আগেই বান ডেকেছে।
কিন্তু কিছু গুল্মের বীজেরা মাটির গভীরে শুয়ে ছিল। অপেক্ষায় ছিল বর্ষার রিমঝিম শব্দের। এখন তারা খোলস ছেড়ে বেরিয়ে আসবে আলোকের আহবানে। দুটি লকলকে কচি পাতা মাটি ভেদ করে বেরিয়ে আসবে প্রবল বিক্রমে।
তারপর কয়েকদিনের অপেক্ষামাত্র। দুটি-চারটি-ছয়টি করে চক্রবৃদ্ধি হারে বাঙাবে তার পাতার সংখ্যা। বাঙবে ডাল-পালা। সবুজে সবুজে ছয়লাব হয়ে যাবে আম-কাঠালের বন, ফসল ক্ষেতের বেড়া, নদী-খাল-বিলের কিনারগুলো। সবুজের সেই রাহাজানিতে যোগ দেবে আমাদের বনওকঙা।
তারপর শীতের শেষ পর্যন্ত তাদের রাজত্ব।
শরৎ হেমন্তে শিউলি ফুলের জয়জয়কার। কিন্তু সে-তো কেবল বাড়ির উঠোনে। কিন্তু পথ চলতে, মেঠো পথের ধারে, জংলার আড়ালে কার রাজত্ব?
ছোট্ট একটা ফুল। সাদাটে গোলাপি, তার ওপর বিন্দু বিন্দু শিশির কণা। সকালের সোনারোদ যখন তার ওপর বিচ্ছুরিত হয়, অজস্র মনিমুক্তো নেমে আসে যেন বনপথের ধারে ধারে। পাঠক, এমনই সুন্দর এদেশের শরৎ ও হেমন্তের সকালগুলো। সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে সকালের আলসেমিটা ছেড়ে বেরিয়ে পড়তে হবে মেঠোপথের দিকে। থরে থরে গোলাপি-সাদার বন দেখতে পাবেন পথের দু-পাশে। শিশিরকণার ঝিলিক তার ওপর। আকন্দ-আশশ্যাওড়ার আড়ালে সে সৌন্দর্য ফিকে হবার নয়।
কিন্তু বেশিক্ষণ ঘুরবেন না। খারাপ লাগবে। চোখের সামনে যদি অপার্থিব সৌন্দর্যের অধঃপতন দেখেন, ভাল লাগার কথা নয়। শিশির কণা শুকোবার সাথে সাথে, রোদের তেজ যত বাড়বে বনওকড়ার দুত্যি তত ম্লান হবে। ঝিমিয়ে পড়বে চোখের সামনেই। তাই এই সৌন্দর্য দেখতে হলে বের হতে হবে খুব ভোরে।
বনওকড়া গুল্ম জাতীয় উদ্ভিদ। সারা বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব মাঠে, পথের দুপাশে, নদীর কিনারে, হাওড়-বাওডড়ের কূলে এদের দেখতে পাওয়া যায়। যেখানেই পতিত জমি ও ঘেসো বাগান চোখে পড়ে সেখানেই পাবে বনওকড়ার দেখা। শক্তপোক্ত চেহারার এই গাছ, রোদ্র-ছায়া কিছুই মানে না। তাই বড় বাগানেও এদের বেড়ে উঠতে মানা নেই। যেকোনও গুল্ম-লতার সাথে পাল্লা দিয়ে এরা বেঁচে থাকতে পারে। তাই সারা দেশ এর এত বাড়-বাড়ন্ত।
বনওকড়া গাছের একেবারে গোড়া থেকেই প্রচুর ডালপালা বের হয়। তাই এর ঝোপালো ভাবটা বেশ স্পষ্ট। একারণে সঠিক উচ্চতা আন্দাজ করা কঠিন। তবে মাটি থেকে ঝোপের মাথা পর্যন্ত তিনফুট পর্যন্ত উঁচু হতে পারে। কা- ধূসর সবুজ। গোড়ার দিকে কাণ্ড তিন-চার ইঞ্চি মোটা হতে পারে। কাণ্ড ও ডালপালা বেশ শক্ত।
ডালপালা গাঢ় সবুজ কিংবা বাদমী রংয়ের। বাকলের ভেতরে ডালের মূল কাঠামোটা সাদা রংয়ের, অনেকটা পাটখড়ির মতো দেখতে। তবে পাটখড়ির ভেতরটা ফাঁপা, কিন্তু বনওকড়ার কাণ্ড ও ডাল মোটামুটি নিরেট। তবে কান্ডের ঠিক মাঝখানে সবুজ জেলির মতো থকথকে এক ধরনের পদার্থ থাকে।
বনওকাড়ার পাতার রং সবুজ। পাতা বেশ বঙ হয়। পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জার মাপের। আকৃতিতেও হাতের পাঞ্জার মতো। তবে পাতার ধরণ দুরকম। এরকম হলো মূল পাতা। এগুলো চারাগাছে দেখা যায়। পূর্ণাঙ্গ গাছের কাণ্ডের সাথে যে পাতাগুলো সরাসরি যুক্ত সেগুলো এবং ডালের গোড়ার দিকের পাতাগুলো মোটামুটি পাঞ্জাকৃতির। এদের পাঁচটি পত্রফলক থাকে। এই পাতার ব্যাস ৪-৫ ইঞ্চি।
কিন্তু ডালের আগার দিকে যেসব পাতা থাকে সেগুলো উপবৃত্তাকার। এদের পত্রফলক অনেকটাই অস্পষ্ট। এসব পাতা আকারেও ছোট। বোঁটার গোঙা থেকে পাতার শীর্ষ পর্যন্ত দৈর্ঘ্য ২.৫ থেকে ৩ ইঞ্চি। প্রস্থ দেড় থেকে দুই ইঞ্চি। পাতা সরল। একটা বোঁটায় একটাই পাতা থাকে। বোঁটার দৈর্ঘ্য সর্বোচ্চ আধা ইঞ্চি। ডালের শেষ প্রান্তের প্রতিটা পাতার গোঙায় একটা করে ফুল ফোটে।
পুষ্পমঞ্চরি এক পুষ্পক। ফুলের রং সাদাটে গোলাপি। দেখতে কিছুটা গোলাপি জবা ফুলের মতো। তবে আকারে খুব ছোট। ফুলের ব্যাস এ থেকে দেঙ সেন্টিমিটার। পাঁচটি পাতলা পাপড়ি থাকে। পাপডড়র ঠিক মাঝখানে থাকে জবাফুলের মতো কেশর। ফুলের তুলনায় কেশর বেশ লম্বা। এক সেন্টিমিটার। কেশরের গায়ে থাকে গাঢ় গোলাপি রঙের স্পষ্ট পরাগরেণু। এগুলোও জবাফুলের রেণুর মতো।
ছোটবেলায় বনওকড়ার ফল ছিল আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় বস্তু। কারণ ফলের গায়ে আংটাকৃতির শুঁঙ্গ আছে। কাঁচা অবস্থায় অবশ্য তার গুরত্ব নেই। কিন্তু পাকলে আসল মজা। মনের অজান্তে জঙ্গলের ভেতর হাঁটতে গিয়ে কতশতবার যে বনওকড়ার শুকনো ফল আটকে গেছে কাপড়ে-শরীরে! এভাবেই আসলে দূর-দূরান্তে বনওকড়ার বংশ ছড়িয়ে পড়ে।
বনওকড়ার কাঁচা ফল সবুজ রংয়ের। ফল গোলাকারও নয়, আবার চৌকোনাও বলা চলে না। এর মাঝামাঝি আকারের। ছোট। ফলের ব্যাস বড়জোর এক সেন্টিমিটার।
ফল চার চেম্বারে বিভক্ত। প্রতিটা চেম্বারে ত্রিকোণাকার তিন চারটা বীজ থাকে। একেকটা বীজ তিনটা সরিষাদানার সমান হবে; দ্বিবীজপত্রী।
শরতকালে বনওকড়া গাছে ফল আসা শুরু করে। শীতের মাঝামাঝি নাগাদ শেষ হয়। শীতের শেষ দিকে বনওকড়ার গাছ শুকিয়ে মারা যায়। বর্ষাকালে মাটিতে ঘুমিয়ে থাকা বীজ থেকে নতুন চারা গজায়।
বনওকড়ার বৈজ্ঞানিক নাম : Urena lobata.

বুনোফুল বনওকড়া
পৃথিবীর বুকে প্রতিদিন কত ফুল ফোটে আর ঝরে যায় হলে গানে গানে দু:খ করেছিলেন শিল্পী সাবিনা ইয়াসমিন।
সবার এজন্য দু:খ হয়, ঘর হতে ‘দুই পা ফেলিয়া’ পথের ধারে বুনোফুলের সৌন্দর্য উপভোগ করার রোমান্টিকতা কজনের থাকে!
শীত আর গ্রীষ্মের অত্যাচারে এতদিন পর্যদুস্ত হয়ে ছিল নাম-পরিচয়হীন গুল্মলতারা, বৃষ্টি এলে তাদের মাথা উঁচু করে দাঁডাবার সময়। ভাট-আশ্যাড়ার শরীরে আগেই বান ডেকেছে।
কিন্তু কিছু গুল্মের বীজেরা মাটির গভীরে শুয়ে ছিল। অপেক্ষায় ছিল বর্ষার রিমঝিম শব্দের। এখন তারা খোলস ছেড়ে বেরিয়ে আসবে আলোকের আহবানে। দুটি লকলকে কচি পাতা মাটি ভেদ করে বেরিয়ে আসবে প্রবল বিক্রমে।
তারপর কয়েকদিনের অপেক্ষামাত্র। দুটি-চারটি-ছয়টি করে চক্রবৃদ্ধি হারে বাঙাবে তার পাতার সংখ্যা। বাঙবে ডাল-পালা। সবুজে সবুজে ছয়লাব হয়ে যাবে আম-কাঠালের বন, ফসল ক্ষেতের বেড়া, নদী-খাল-বিলের কিনারগুলো। সবুজের সেই রাহাজানিতে যোগ দেবে আমাদের বনওকঙা।
তারপর শীতের শেষ পর্যন্ত তাদের রাজত্ব।
শরৎ হেমন্তে শিউলি ফুলের জয়জয়কার। কিন্তু সে-তো কেবল বাড়ির উঠোনে। কিন্তু পথ চলতে, মেঠো পথের ধারে, জংলার আড়ালে কার রাজত্ব?
ছোট্ট একটা ফুল। সাদাটে গোলাপি, তার ওপর বিন্দু বিন্দু শিশির কণা। সকালের সোনারোদ যখন তার ওপর বিচ্ছুরিত হয়, অজস্র মনিমুক্তো নেমে আসে যেন বনপথের ধারে ধারে। পাঠক, এমনই সুন্দর এদেশের শরৎ ও হেমন্তের সকালগুলো। সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে সকালের আলসেমিটা ছেড়ে বেরিয়ে পড়তে হবে মেঠোপথের দিকে। থরে থরে গোলাপি-সাদার বন দেখতে পাবেন পথের দু-পাশে। শিশিরকণার ঝিলিক তার ওপর। আকন্দ-আশশ্যাওড়ার আড়ালে সে সৌন্দর্য ফিকে হবার নয়।
কিন্তু বেশিক্ষণ ঘুরবেন না। খারাপ লাগবে। চোখের সামনে যদি অপার্থিব সৌন্দর্যের অধঃপতন দেখেন, ভাল লাগার কথা নয়। শিশির কণা শুকোবার সাথে সাথে, রোদের তেজ যত বাড়বে বনওকড়ার দুত্যি তত ম্লান হবে। ঝিমিয়ে পড়বে চোখের সামনেই। তাই এই সৌন্দর্য দেখতে হলে বের হতে হবে খুব ভোরে।
বনওকড়া গুল্ম জাতীয় উদ্ভিদ। সারা বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব মাঠে, পথের দুপাশে, নদীর কিনারে, হাওড়-বাওডড়ের কূলে এদের দেখতে পাওয়া যায়। যেখানেই পতিত জমি ও ঘেসো বাগান চোখে পড়ে সেখানেই পাবে বনওকড়ার দেখা। শক্তপোক্ত চেহারার এই গাছ, রোদ্র-ছায়া কিছুই মানে না। তাই বড় বাগানেও এদের বেড়ে উঠতে মানা নেই। যেকোনও গুল্ম-লতার সাথে পাল্লা দিয়ে এরা বেঁচে থাকতে পারে। তাই সারা দেশ এর এত বাড়-বাড়ন্ত।
বনওকড়া গাছের একেবারে গোড়া থেকেই প্রচুর ডালপালা বের হয়। তাই এর ঝোপালো ভাবটা বেশ স্পষ্ট। একারণে সঠিক উচ্চতা আন্দাজ করা কঠিন। তবে মাটি থেকে ঝোপের মাথা পর্যন্ত তিনফুট পর্যন্ত উঁচু হতে পারে। কা- ধূসর সবুজ। গোড়ার দিকে কাণ্ড তিন-চার ইঞ্চি মোটা হতে পারে। কাণ্ড ও ডালপালা বেশ শক্ত।
ডালপালা গাঢ় সবুজ কিংবা বাদমী রংয়ের। বাকলের ভেতরে ডালের মূল কাঠামোটা সাদা রংয়ের, অনেকটা পাটখড়ির মতো দেখতে। তবে পাটখড়ির ভেতরটা ফাঁপা, কিন্তু বনওকড়ার কাণ্ড ও ডাল মোটামুটি নিরেট। তবে কান্ডের ঠিক মাঝখানে সবুজ জেলির মতো থকথকে এক ধরনের পদার্থ থাকে।
বনওকাড়ার পাতার রং সবুজ। পাতা বেশ বঙ হয়। পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জার মাপের। আকৃতিতেও হাতের পাঞ্জার মতো। তবে পাতার ধরণ দুরকম। এরকম হলো মূল পাতা। এগুলো চারাগাছে দেখা যায়। পূর্ণাঙ্গ গাছের কাণ্ডের সাথে যে পাতাগুলো সরাসরি যুক্ত সেগুলো এবং ডালের গোড়ার দিকের পাতাগুলো মোটামুটি পাঞ্জাকৃতির। এদের পাঁচটি পত্রফলক থাকে। এই পাতার ব্যাস ৪-৫ ইঞ্চি।
কিন্তু ডালের আগার দিকে যেসব পাতা থাকে সেগুলো উপবৃত্তাকার। এদের পত্রফলক অনেকটাই অস্পষ্ট। এসব পাতা আকারেও ছোট। বোঁটার গোঙা থেকে পাতার শীর্ষ পর্যন্ত দৈর্ঘ্য ২.৫ থেকে ৩ ইঞ্চি। প্রস্থ দেড় থেকে দুই ইঞ্চি। পাতা সরল। একটা বোঁটায় একটাই পাতা থাকে। বোঁটার দৈর্ঘ্য সর্বোচ্চ আধা ইঞ্চি। ডালের শেষ প্রান্তের প্রতিটা পাতার গোঙায় একটা করে ফুল ফোটে।
পুষ্পমঞ্চরি এক পুষ্পক। ফুলের রং সাদাটে গোলাপি। দেখতে কিছুটা গোলাপি জবা ফুলের মতো। তবে আকারে খুব ছোট। ফুলের ব্যাস এ থেকে দেঙ সেন্টিমিটার। পাঁচটি পাতলা পাপড়ি থাকে। পাপডড়র ঠিক মাঝখানে থাকে জবাফুলের মতো কেশর। ফুলের তুলনায় কেশর বেশ লম্বা। এক সেন্টিমিটার। কেশরের গায়ে থাকে গাঢ় গোলাপি রঙের স্পষ্ট পরাগরেণু। এগুলোও জবাফুলের রেণুর মতো।
ছোটবেলায় বনওকড়ার ফল ছিল আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় বস্তু। কারণ ফলের গায়ে আংটাকৃতির শুঁঙ্গ আছে। কাঁচা অবস্থায় অবশ্য তার গুরত্ব নেই। কিন্তু পাকলে আসল মজা। মনের অজান্তে জঙ্গলের ভেতর হাঁটতে গিয়ে কতশতবার যে বনওকড়ার শুকনো ফল আটকে গেছে কাপড়ে-শরীরে! এভাবেই আসলে দূর-দূরান্তে বনওকড়ার বংশ ছড়িয়ে পড়ে।
বনওকড়ার কাঁচা ফল সবুজ রংয়ের। ফল গোলাকারও নয়, আবার চৌকোনাও বলা চলে না। এর মাঝামাঝি আকারের। ছোট। ফলের ব্যাস বড়জোর এক সেন্টিমিটার।
ফল চার চেম্বারে বিভক্ত। প্রতিটা চেম্বারে ত্রিকোণাকার তিন চারটা বীজ থাকে। একেকটা বীজ তিনটা সরিষাদানার সমান হবে; দ্বিবীজপত্রী।
শরতকালে বনওকড়া গাছে ফল আসা শুরু করে। শীতের মাঝামাঝি নাগাদ শেষ হয়। শীতের শেষ দিকে বনওকড়ার গাছ শুকিয়ে মারা যায়। বর্ষাকালে মাটিতে ঘুমিয়ে থাকা বীজ থেকে নতুন চারা গজায়।
বনওকড়ার বৈজ্ঞানিক নাম : Urena lobata.

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পাতায় পোস্ট দিয়ে বলা হয়েছিলো "বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।
৪ ঘণ্টা আগে
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেও
৫ ঘণ্টা আগে
মিজানুর রহমান বলেন, ঘটনার পর মাদ্রাসার পরিচালক শেখ আল আমিনের স্ত্রী আছিয়া বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আছিয়ার ভাবি ইয়াছমিন আক্তার (৩০) ও আসমানী খাতুন আসমাকে (৩৪) গ্রেপ্তার করা হয়। ইয়াছমিনকে হাসনাবাদ এলাকা থেকে এবং আসমানীকে ঢাকার বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার
১৯ ঘণ্টা আগে