বিজ্ঞান

ইলেকট্রিক ইল: সমুদ্রের বিস্ময়

ডেস্ক, রাজনীতি ডটকম
ইলেকট্রিক ইল

সমুদ্রের গভীরে বাস করে নানা রকম আশ্চর্য প্রাণী। এর মধ্যে ইলেকট্রিক ইল অন্যতম। দেখতে বাইম মাছের মতো হলেও এর এক বিশেষ ক্ষমতা আছে, যা শুনলে অবাক হতে হয়—এই মাছ নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে!

ইলেকট্রিক ইল আসলে এক ধরনের সামুদ্রিক মাছ। সাধারণত এরা গভীর পানিতে বসবাস করে। ইলেকট্রিক ইলের শরীরে থাকে বিশেষ ধরনের কোষ, যাদের বলা হয় ‘ইলেকট্রোসাইটস’। এই কোষগুলো একসঙ্গে মিলে একটি শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে সক্ষম হয়। ভাবা যায়? মাছের শরীর থেকেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে!

এই ইলেকট্রোসাইট কোষগুলো শরীরে ধারাবাহিকভাবে, অর্থাৎ সিরিজের মতো করে সাজানো থাকে। একে তুলনা করা যেতে পারে ব্যাটারির সিরিজ কানেকশনের সঙ্গে। যেমন কয়েকটি ব্যাটারি যদি একসঙ্গে জোড়া দেওয়া হয়, তাহলে মোট ভোল্টেজ বেড়ে যায়। ঠিক একইভাবে, ইলের শরীরের এই কোষগুলো একসঙ্গে কাজ করে বড় ধরনের বিদ্যুৎ তৈরি করে।

কীভাবে ইলেকট্রিক ইল বিদ্যুৎ তৈরি করে?

এর মস্তিষ্ক যখন নির্দেশ দেয়, তখন ইলেকট্রোসাইট কোষগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি হয়। প্রতিটি কোষ আলাদা করে খুব সামান্য ভোল্টেজ তৈরি করে। কিন্তু সব কোষ একসঙ্গে কাজ করলে অনেক বড় ভোল্টেজের বিদ্যুৎ সৃষ্টি হয়। ইলেকট্রিক ইল এই বিদ্যুৎ ব্যবহার করে শিকার ধরতে, শত্রুর হাত থেকে আত্মরক্ষা করতে, এমনকি অন্ধকার পানিতে পথ খুঁজতেও।

তাহলে প্রশ্ন আসে—একটি ইলেকট্রিক ইল কতটা শক্তিশালী বিদ্যুৎ তৈরি করতে পারে?

একটি পূর্ণবয়স্ক ইলেকট্রিক ইল ৫০০ থেকে ৬০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে! শুধু তাই নয়, এরা প্রায় ১ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে সক্ষম। তবে মনে রাখতে হবে, এই বিদ্যুৎ মুহূর্তের জন্য তৈরি হয়, খুব বেশি সময় ধরে নয়।

তুলনা করতে চাইলে বলা যায়, ইলের তৈরি বিদ্যুৎ দিয়ে বর্তমান যুগের প্রায় ১০টি ছয় ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব। তবে যেহেতু ইলের বিদ্যুৎ একটানা চলে না, তাই বাল্বগুলো একবার জ্বলে আবার নিভে যাবে।

ইলেকট্রিক ইলের শরীরে থাকা বিশেষ পেশি তাদের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। শিকারের অবস্থান টের পেতে বা শিকারের ওপর আঘাত হানতে ইলেরা এই বিদ্যুৎ ব্যবহার করে। কখনো কখনো আত্মরক্ষার জন্যও এরা বিদ্যুৎ দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করে দেয়।

প্রশ্ন আসতে পারে, ইলেকট্রিক ইলের বিদ্যুৎ কি মানুষের জন্য ভয়ংকর?

আসলে, ইলের একটি একক আঘাত সাধারণত মানুষের জন্য প্রাণঘাতী হয় না। তবে যদি কেউ দীর্ঘ সময় ধরে ইলের আক্রমণের মধ্যে পড়ে, অথবা যদি কোনো দুর্বল ব্যক্তি হয়, তখন বিপদ হতে পারে। বিশেষ করে পানিতে থাকলে ইলের শক আরও বেশি বিপজ্জনক হতে পারে, কারণ পানি বিদ্যুৎ পরিবাহকের কাজ করে।

ইলেকট্রিক ইল সম্পর্কে আরও কিছু মজার তথ্য জানা যাক—

ইলেকট্রিক ইল আসলে কোনো ‘সত্যিকারের ইল’ নয়! এর বৈজ্ঞানিক নাম Electrophorus electricus। এরা ‘নাইফফিশ’ গোত্রের সদস্য। সাধারণত দক্ষিণ আমেরিকার নদী, জলাভূমি আর প্লাবনভূমিতে এদের দেখা মেলে। বিশেষ করে আমাজন নদী আর তার শাখা-উপশাখায় এদের সংখ্যা বেশি।

ইলেকট্রিক ইলের দেহ লম্বা ও নলাকার। বেশিরভাগ ইলের দৈর্ঘ্য প্রায় ২ মিটার (৬ ফুট) পর্যন্ত হতে পারে, আর ওজন প্রায় ২০ কেজি পর্যন্ত হয়। এরা মূলত নিশাচর প্রাণী, অর্থাৎ রাতের বেলা বেশি সক্রিয় হয়। দিনের বেলা পানির তলায় চুপচাপ থাকে।

এরা সাধারণত ছোট মাছ, জলজ কীটপতঙ্গ ও কিছু জলজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। শিকার ধরার সময় এরা হঠাৎ করে তীব্র বিদ্যুৎ প্রবাহ ছাড়ে। এতে শিকার সংজ্ঞাহীন হয়ে পড়ে, তখন সহজেই ইল তাকে ধরে ফেলে। কখনো কখনো ইল তার বিদ্যুৎ ব্যবহার করে জলজ উদ্ভিদের ভেতর লুকিয়ে থাকা শিকারকেও বের করে আনতে পারে।

ইলেকট্রিক ইল শুধু বিদ্যুৎ উৎপাদন করে না, নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্যও ছোট ছোট বিদ্যুৎ সংকেত ব্যবহার করে। বিশেষ করে প্রজনন মৌসুমে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এই পদ্ধতি ব্যবহার করে।

তাদের এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দেখে বিজ্ঞানীরাও মুগ্ধ। আজকাল গবেষকরা ইলের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে নানা ধরনের জৈবিক ব্যাটারি তৈরির চেষ্টা করছেন। ভবিষ্যতে হয়তো ইলের মতো প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ তৈরি করার প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে!

শেষ কথা হলো, ইলেকট্রিক ইল প্রকৃতির এক বিস্ময়। ছোট একটি মাছ হয়েও এরা আমাদের দেখিয়েছে যে, প্রকৃতির শক্তি কত বৈচিত্র্যময় হতে পারে। এই আশ্চর্য প্রাণী আমাদের শেখায়—প্রকৃতি কখনোই একঘেয়ে নয়, বরং প্রতিটি প্রাণীর ভেতরেই লুকিয়ে আছে এক একটি ভিন্ন জগৎ।

সূত্র: বিবিসি ফোকাস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত'‍‍‌‌

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নির্বাসনে থাকা হাসিনার রায় ভারত ‘নজরে নিয়েছে’ এবং ‘বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান ১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষকের

তারা বলেন, ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে ক্যাঙারু কোর্টের রূপ পরিগ্রহ করেছে। এখন এই আদালত স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট এবং ন্যায়

১৬ ঘণ্টা আগে

হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুন

১৭ ঘণ্টা আগে