ভারতীয়দের পর্যটক ভিসা সেবা ‘সীমিত’ করল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতীয় পাসপোর্ট।

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলো ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করার তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দিল্লির দূতাবাস ও আগরতলায় সহাকারী হাইকমিশনারের কার্যালয়ে ভিসা সেবা বন্ধ করে বাংলাদেশ। এখন কেবল গুয়াহাটির সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল।

বুধবার (৮ জানুয়ারি) থেকে ভারতীয়দের জন্য কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পর্যটক ভিসা ‘সীমিত’ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা সেবা চালু থাকছে।

জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

এর মধ্যে গত মাসে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে প্রকাশ্যে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে দিল্লিসহ বিভিন্ন শহরে বাংলাদেশের উপদূতাবাসের সামনে মিছিলসহ বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।

এসব ঘটনা ঘিরে দুই দেশের হাইকমিশনারকে একাধিকবার তলব-পালটা তলবে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয় হয়। পরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা দুই দেশের ক্রিকেটাঙ্গনকেও উত্তপ্ত করে তুলেছে। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতেও অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানা

এই অধ্যাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ

যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

২ ঘণ্টা আগে

দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের পঞ্চগড় জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

৪ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছেন যে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করা হয়। সে কারণেএই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে