ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: ড. ইউনূস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যৌথ ব্রিফিংয়ে ড. ইউনূস বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে আশিয়ানের সাহায্য চেয়েছেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনুস গুরুত্বপূর্ণ ভুমিকা বলে মন্তব্য করেন মালয়শিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। দ্বিপাক্ষীক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছান। এই সফরে তার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব

এর আগে গত বছরের নভেম্বরে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

১০ ঘণ্টা আগে

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-মেয়ে-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুরাইয়া সুলতানার আবেদনে বলা হয়েছে, সুরাইয়া সুলতানা কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের নিমিত্তে অনুসন্ধান/যাচাইকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। যাচাইকালে জানা যাচ্ছে যে, জাকির হোসেনের স্ত্রী এবং প্রাথমিক অনুসন্ধানে তার কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জন ও তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কর্ত

১০ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ প্রবাসী

৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ, ৪৪ হাজার ৯৯৩টি পোস্টাল ব্যালট। এ ছাড়া ১৯ হাজার ৩৮৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

১০ ঘণ্টা আগে

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

অধ্যাদেশে বলা হয়েছে, ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে।

১১ ঘণ্টা আগে